যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, তিনি আবারও হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে নামতে পারেন। বিবিসির ‘সানডে উইথ লরা কুয়েন্সবার্গ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্যের কোনো সংবাদমাধ্যমকে দেওয়া এটাই তাঁর প্রথম সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, তিনি কোনো একদিন প্রেসিডেন্ট হবেন। ভবিষ্যতে কোনো নারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন—এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়ে গত বছরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন কমলা হ্যারিস। এরপর এই সাক্ষাৎকারে প্রথমবারের মতো ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার বিষয়ে শক্ত ইঙ্গিত দিলেন তিনি।

আরও পড়ুনট্রাম্পের সঙ্গে বিতর্কের দিনে কী বলেছিলেন বাইডেন, যাতে ক্ষুব্ধ হলেন কমলা২০ সেপ্টেম্বর ২০২৫

জরিপে দেখা গেছে, কমলাকে প্রার্থী করার কথা ভাবছে না দল। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু সাক্ষাৎকারে তিনি জরিপের এই ফলাফল উড়িয়ে দিয়েছেন।

সাবেক প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ‘স্বৈরশাসক’ মন্তব্য করে কমলা বলেন, নির্বাচনী প্রচারণার সময় তিনি ট্রাম্প সম্পর্কে যে হুঁশিয়ারি দিয়েছিলেন, তা সত্য প্রমাণিত হয়েছে।

ডেমোক্রেটিক পার্টি যখন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক বছর আগের বিজয়ের কারণ খুঁজছে, তখন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাঁধেই বেশির ভাগ দায় চাপানো হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, তিনি আগে থেকে পদত্যাগ করেননি।

তবে কমলা আরও ভালোভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারতেন কি না এবং অর্থনীতির মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আরও স্পষ্ট বার্তা দিতে পারতেন কি না, সে প্রশ্নও উঠেছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আবারও হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে অংশ নেওয়ার সম্ভাবনার কথা জানান কমলা হ্যারিস। তিনি বলেন, তাঁর নাতি–নাতনিরা ‘তাদের জীবদ্দশায় নিশ্চিতভাবেই’ একজন নারী প্রেসিডেন্ট দেখতে পাবে।

আরও পড়ুনকমলার বইয়ে ‘পর্দার অন্তরালের গল্প’০১ আগস্ট ২০২৫

এই পর্যায়ে কমলা হ্যারিসকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেই কি সেই নারী? উত্তরে তিনি বলেন, ‘সম্ভবত।’ এর মাধ্যমে সাবেক এই প্রেসিডেন্ট প্রার্থী নিশ্চিত করেন, দেশের শীর্ষ পদের জন্য তিনি আরেকবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন।

কমলা হ্যারিস জানান, তিনি এখনো সিদ্ধান্ত নেননি। তবে জোর দিয়ে বলেন, রাজনীতিতে তিনি এখনো নিজের ভবিষ্যৎ দেখছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমি এখনো ফুরিয়ে যাইনি। আমি আমার পুরো কর্মজীবনই মানুষের সেবায় কাটিয়েছি। এটা আমার অস্থিমজ্জায় মিশে আছে।’

ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়-সংক্রান্ত এক জরিপে কমলা প্রতিদ্বন্দ্বিতার ধারেকাছেও নেই। জরিপের ফলাফলে তিনি হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের (দ্য রক) চেয়েও পিছিয়ে রয়েছেন। জবাবে কমলা বলেন, তিনি কখনো জরিপের ফলে কান দেন না।

কমলার ভাষায়, ‘আমি যদি জরিপের কথা শুনতাম, তাহলে আমার প্রথম অফিস বা দ্বিতীয় অফিসের জন্য লড়তাম না। আর নিশ্চিতভাবেই আজ এখানে বসতে পারতাম না।’

আরও পড়ুনকমলা হ্যারিসের ভুলগুলো কী ছিল০৭ নভেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ন কমল

এছাড়াও পড়ুন:

দলের বৃহত্তম স্বার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি, কিভাবে আগামী দিন দল ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় দায়ীত্ব নিবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার পিতার পরে, তার মাতার পরে তৃতীয় ধাপে বাংলাদেশের দায়ীত্ব নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে।

বুধবার (১০ ডিসেম্বর ) দুপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশ ও জনগণের কল্যানের জন্য রাজনীতি করতে হবে এবং দলের বৃহত্তম সার্থে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ  আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, রওশন আলী, ডি,এইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদারসহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ