পাবনায় ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩
Published: 26th, October 2025 GMT
পাবনায় বাঁশ বোঝাই ট্রাকের চাপায় ভ্যানে থাকা দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বৈদ্যুতিক পোল ভেঙে চায়ের দোকানে পড়লে দুইজন আহত হন।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকার ঢাকা-পাবনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
কক্সবাজারে দুই বাসের চাপায় পথচারীর মৃত্যু, বিক্ষোভ
অবৈধ যানবাহন মহাসড়কে চলতে পারবে না: বিআরটিএ চেয়ারম্যান
মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ক্যাডেট কলেজিয়েট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা এবং ভ্যানচালক আকরাম হোসেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে ৮-১০ জন শিক্ষার্থী ভ্যানে করে পাবনার জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল এন্ড কলেজে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে পাবনাগামী বাঁশ বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে সামনে থেকে এসে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হন। এ সময় ট্রাকটি সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে সেটি ভেঙে চায়ের দোকানে পড়ে দুইজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।
মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। চায়ের দোকানে থাকা দুইজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।”
ঢাকা/শাহীন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত
এছাড়াও পড়ুন:
একঝলক (১১ ডিসেম্বর ২০২৫)
ছবি: সুপ্রিয় চাকমা