চাঁদপুরে গোসলখানা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার
Published: 26th, October 2025 GMT
চাঁদপুরে বসতঘরের গোসলখানা হতে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. খললিুর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুর রকিব।
তিনি জানান, ফরিদগঞ্জের ১নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সকদিরামপুরের সিরাজুল ইসলামের ছেলে মো. খললিুর রহমান। তিনি নিজ বসতঘরের গোসলখানায় বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখে ব্যবসা চালাচ্ছিলেন।
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ আরিফুর রহমান সরকার ও এসআই শেখ আশরাফুল আলম জানান, একটি সাদা প্রাইভেটকার তল্লাশীর সূত্র ধরে খবর পাওয়া যায় যে, আল আমিন ও মো.
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, “গাঁজা ব্যবসায়ী খলিলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ঢাকা/জয়/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ সলখ ন ব যবস
এছাড়াও পড়ুন:
বগুড়ায় আসামি ধরতে যাওয়া পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
বগুড়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলা ও ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাতটার দিকে বগুড়া শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমাননগর এলাকার মাদক, ছিনতাই ও চুরির একাধিক মামলায় রিয়াদ নামের এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। রোববার সন্ধ্যায় তাঁকে ধরতে গেলে ওই আসামি ও তাঁর সহযোগীরা পুলিশের এটিএসআই বাবর আলীর ওপর হামলা করে। একপর্যায়ে পুলিশকে ছুরিকাহত করে পালিয়ে যান আসামি রিয়াদ।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, আহত পুলিশ কর্মকর্তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।