নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে চাকরি নেন গ্রেপ্তার মামুন, পরে যুক্ত হন চক্রের সঙ্গে
Published: 26th, October 2025 GMT
দিনাজপুর সরকারি কলেজে পড়ালেখা করার সময় শহরের ফকিরপাড়া এলাকার একটি মেসে ভাড়া থাকতেন মো. মামুন। ২০১৬ সালে ওই এলাকায় ‘স্বপ্নচূড়া’ নামের ছাত্রাবাসটি ভাড়া নিয়ে নিজেই পরিচালনা শুরু করেন। ২০১৮ সালে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ঢাকায় ডাক বিভাগের এক কর্মকর্তার (এখনো কর্মরত আছেন) সঙ্গে যোগাযোগ হয় মামুনের। সেই কর্মকর্তার সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরি নেন।
পরে মো.
গতকাল শনিবার সকালে ক্ষুদ্রাকৃতির গোল ডিভাইস নিয়ে খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদে পরীক্ষা দিতে গিয়ে পুলিশের হাতে আটক হন কৃষ্ণপদ নামের পরীক্ষার্থী। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশের হাতে আটক হন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক মো. মামুন (৩৫) ও হর সুন্দর রায় ওরফে সবুজ (৩৮)। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির এ তথ্য। আজ রোববার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইনে তাঁর কার্যালয়ে ব্রিফিংকালে এ কথা জানান।
পুলিশ সুপার জানান, গতকাল উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় একটি কেন্দ্রে এক পরীক্ষার্থীকে দুটি ডিভাইসসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে হর সুন্দর রায় (সবুজ) নামের একজনকে আটক করা হয়। তিনি আটক ওই পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১৫ লাখ টাকা চুক্তি করেছিলেন। পরে সুন্দর রায়ের সহকর্মী মো. মামুনকে স্বপ্নচূড়া ছাত্রাবাস থেকে আটক করা হয়। সেখান কয়েকটি ডিভাইস, মুঠোফোন, ২৪টি প্রবেশপত্র, স্ট্যাম্প উদ্ধার করা হয়। মামুনকে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। ঠিকানা অনুযায়ী, তাঁদের বাড়ি তল্লাশি করে পরীক্ষায় জালিয়াতিসংক্রান্ত নানা উপকরণ জব্দ করা হয়েছে। পুরো চক্রটি ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
আরও পড়ুনপ্রশ্নের সেট ‘পদ্মা’ হলে কাশি দেবেন, বারবার কাশি দিয়ে ধরা পড়লেন চাকরিপ্রার্থী২৫ অক্টোবর ২০২৫দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইনে তাঁর কার্যালয়ে রোববার দুপুরে ব্রিফিং করেনউৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ য় জ ল য় ত ন য় গ পর ক ষ
এছাড়াও পড়ুন:
দলের বৃহত্তম স্বার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি, কিভাবে আগামী দিন দল ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় দায়ীত্ব নিবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার পিতার পরে, তার মাতার পরে তৃতীয় ধাপে বাংলাদেশের দায়ীত্ব নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে।
বুধবার (১০ ডিসেম্বর ) দুপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশ ও জনগণের কল্যানের জন্য রাজনীতি করতে হবে এবং দলের বৃহত্তম সার্থে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, রওশন আলী, ডি,এইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদারসহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।