আসামিদের দেশত্যাগ ঠেকাতে হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা
Published: 26th, October 2025 GMT
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কতা জারি করা হয়। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
শরীয়তপুরে আলোচিত নাজমা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু, গ্রেপ্তার ২
তিনি বলেন, ‘‘সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। গত শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত নির্দেশনা ইমিগ্রেশনে এসেছে। আমরা এই পথ দিয়ে চলাচলরত সব যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে গমনের অনুমতি দিচ্ছি।’’
সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালত তার সাবেক স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে রমনা থানা পুলিশ।
ঢাকা/মোসলেম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলাকালে ৬১ কোটি ৭৮ লাখ মিটার জাল উদ্ধার করেছে নৌ পুলিশ
মা ইলিশ রক্ষায় সরকার–ঘোষিত নিষেধাজ্ঞার সময়ে সারা দেশে অভিযান চালিয়ে ৬১ কোটি ৭৮ লাখ মিটার জাল উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করায় তিন হাজারের বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার নৌ পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ ছিল। এ অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়। নিষেধাজ্ঞার এ সময়ে ৩৭ জেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কথা জানায় সরকার।
নৌ পুলিশের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে ৬১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৮৩ মিটার জাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৬২ হাজার ৬৪৪ কেজি মাছ উদ্ধার, ১ হাজার ২২১টি নৌযান জব্দ ও ৩ হাজার ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌ পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৭৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের আদালতে পাঠানো হয়। এ অভিযানে সারা দেশে ৫৩৪টি মামলা ও ১ হাজার ৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জব্দ করা মাছ এতিমখানা, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। আর উদ্ধার হওয়া জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।