রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতারে নেমে সায়মা হোসেন নামে এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

আরো পড়ুন:

নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু, অনশন অব্যাহত

রাজশাহী বোর্ডে ৮২ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামলে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। দ্রুত রামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “হ্যা, একজন শিক্ষার্থী মারা গেছে, ঘটনাটি সত্য। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

রবিবার (১৪ ডিসম্বের) বিকালে জেলার সিরাজদীখান উপজেলার চকদারপাড়া গ্রামের ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে জামায়াত নেতাকর্মীরা যোগদান করেন।

আরো পড়ুন:

নির্বাচিত হয়ে প্রথম দায়িত্ব হবে দুর্নীতি ও অনৈতিক সুবিধা বন্ধ করা: তারেক রহমান

রিজভীর বক্তব‌্য দায়িত্বজ্ঞানহীন, জনমনে বিভ্রান্তি সৃষ্টির শামিল: জামায়াত

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেনের নেতৃত্বে যোগদান করা শতাধিক নেতাকর্মীর হাতে ধানের শীষ তুলে দিয়ে বরণ করে নেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির দলীয় প্রার্থী শেখ আব্দুল্লাহ বলেন, “সবারই জ্ঞান-বুদ্ধি আছে। আল্লাহ তোমাদের (জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের) স্মরণশক্তি ফিরিয়ে দিয়েছেন। যে দল বাংলাদেশের স্বাধীনতাবিরোধী, তাকে কি জনগণ কখনো পছন্দ করবে?”

প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরো বলেন, “তারা এতদিন পরে বুঝতে পেরেছেন যে, বিএনপিই সঠিক দল এবং এটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল।”

এ সময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের ৩১ দফায় অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।”

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হোসেন ও মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. সিদ্দিক মোল্লা, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকার, ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্যসচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ঢাকা/রতন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ