প্রথম আলো বন্ধুসভা প্রথমবারের মতো আয়োজন করেছে ইউসিবি নিবেদিত ‘বন্ধুর গান প্রতিযোগিতা ২০২৫’। সারা দেশের প্রতিযোগীদের মধ্য থেকে তিন ধাপে নানা যাচাই–বাছাইয়ের পর গত শনিবার প্রথম আলোর ডিজিটাল স্টুডিওতে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এতে চ্যাম্পিয়ন হয়েছেন সাভারের সরকার একান্ত ঐতিহ্য, প্রথম রানারআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিজওয়ানুল কবির, দ্বিতীয় রানারআপ হয়েছেন জামালপুর বন্ধুসভার সাদিকুর রহমান। তাঁদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া আরও সাতজনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

বেসরকারি ব্যাংক ইউসিবির পৃষ্ঠপোষকতায় আয়োজিত চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সংগীত বিভাগের প্রধান অধ্যাপক প্রদীপ কুমার নন্দী, চ্যানেল আই সেরাকণ্ঠ-২০০৮ বিজয়ী জানিতা আহমেদ ঝিলিক এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী সিঁথি সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ।

বিচারক প্রদীপ কুমার নন্দী বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি লালনে আমরা যে দায়িত্ব পালন করছি, সেটির একটি অংশ বন্ধুসভার এ প্রতিযোগিতা।’ এ প্রতিযোগিতার মাধ্যমে কিছু গুণী ও মেধাবী শিল্পী উঠে আসবেন বলে আশা প্রকাশ করেন সিঁথি সাহা। জানিতা আহমেদ ঝিলিক বলেন, ‘যদি চর্চা অব্যাহত রাখে, ভবিষ্যতে এরা অনেক ভালো কিছু করতে পারবে।’

আরও পড়ুনবন্ধুসভার জাতীয় সমাবেশ চ্যানেল আইতে২৪ ডিসেম্বর ২০১০

এ প্রতিযোগিতায় মেন্টর ছিলেন ছায়ানটের শিল্পী ও ছায়াবীথির সংগীত প্রশিক্ষক তাপসী রায়। চূড়ান্ত পর্বের তত্ত্বাবধানে ছিলেন প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম ও গীতিকার কবির বকুল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ড় ন ত পর ব প রথম আল

এছাড়াও পড়ুন:

পাবনা জেলা পরিষদে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ

পাবনা জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে ডাকযোগে। আবেদনের শেষ তারিখ ১১ জানুয়ারি ২০২৬।

পদের নাম ও বিবরণ

১. হিসাবরক্ষক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং প্রাতিষ্ঠানিক কাজে অভিজ্ঞতা।

বেতন–ভাতা: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. সাঁটলিপিকার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং তৎসহ ইংরেজিতে দ্রুতলিপি প্রতি মিনিটে ১০০ শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৫০ শব্দ এবং বাংলায় দ্রুতলিপি প্রতি মিনিটে ৭০ শব্দ ও মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৩৫ শব্দের যোগ্যতাসহ কম্পিউটার চালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা শিথিলযোগ্য।

বেতন-ভাতা: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আরও পড়ুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৭ পদের চাকরি পেতে আর কত অপেক্ষা১১ ডিসেম্বর ২০২৫

৩. পরিবহনচালক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: হালকা যান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ইংরেজি ও বাংলা শব্দ পড়িবার সাধারণ জ্ঞানের অধিকারী হতে হবে।

বেতন-ভাতা: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম-দপ্তরি

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা তৎসহ মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা।

বেতন-ভাতা: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৫. অফিস সহায়ক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন-ভাতা: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আরও পড়ুনসকালের অ্যালার্ম, না ফোনভীতি? জেন–জিরা কর্মজীবনের চ্যালেঞ্জ জয় করবেন যেভাবে১১ ডিসেম্বর ২০২৫বয়সসীমা

১১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

আবেদনকারী নিজের হাতে লিখিত নির্ধারিত আবেদন ফরম ডাকযোগে ১১/০১/২০২৬ তারিখ অফিস চলাকালে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পাবনা বরাবর পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত আবেদন ফরম জেলা পরিষদ, পাবনার ওয়েবসাইট এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) বা (www.forms.gov.bd) এ পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে ১০ (দশ) টাকার ডাকটিকিট–সংবলিত আবেদনকারীর নাম ঠিকানা লিখে ফেরত খাম সংযুক্ত করতে হবে।

আবেদন ফি

১–৩ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা;

৪ ও ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ

১১ জানুয়ারি ২০২৬

আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি১০ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ