বিয়ে করলেন চ্যাম্পিয়ন হিরো বাঁধন, পাত্রী কে
Published: 28th, November 2025 GMT
রিয়ালিটি শো ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ৯ বছর আগে বিনোদন অঙ্গনে শুরুটা হয় বাঁধন সাহার। এরপর নাটক আর চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এখনো অভিনয়ের সঙ্গে আছেন।
বিয়ের আসরে বাঁধন ও তাঁর স্ত্রী মনিষা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভোট দিতে নিবন্ধন করেছেন ৭০ হাজার ৬৬০ প্রবাসী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী।
আরো পড়ুন:
অপতথ্য প্রতিরোধে সাইবার নিরাপত্তা সেল গঠন করবে ইসি
ভোট দিতে নিবন্ধন করেছেন ১৭ হাজার ৯০৭ প্রবাসী
দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ১৪,২৩৬ জন। এরপর দক্ষিণ কোরিয়া ৯,০৭৫, কানাডা ৭,০৮৭, জাপান ৬,৪৫২, অস্ট্রেলিয়া ৬,০২৭ এবং দক্ষিণ আফ্রিকা ৪,৪৮০ জন।
ঠিকানা ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে সৌদি আরবসহ সাতটি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। ইসি আশাবাদ ব্যক্ত করেছে, আজ পুনরায় এ দেশগুলোতে নিবন্ধন কার্যক্রম চালু হতে পারে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, সাত দেশে আজকের মধ্যেই নিবন্ধন চালু করতে প্রচেষ্টা চলছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, বুধবার রাত আড়াইটায় দেখা যায়, সৌদি আরবসহ কয়েকটি দেশের প্রবাসীরা সঠিকভাবে ঠিকানা ইনপুট দিতে পারছেন না। ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে ও সঠিক পোস্ট কোডসহ দিতে হয়। অনেকেই ম্যান্ডেটরি ফিল্ডে ভুল তথ্য দিচ্ছিলেন। তাই সাময়িকভাবে নিবন্ধন বন্ধ রাখা হয়। দূতাবাস ও অন্যান্য চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের সঠিক তথ্য দেওয়ার নির্দেশনা জানানো হবে।
ইসি জানিয়েছে, অ্যাপের মাধ্যমে এখন বিশ্বের সব দেশের প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে।
ঢাকা/এএএম/মাসুদ