তখনো ফিল্ডিং অনুশীলনে তুমুল ব্যস্ততা ক্রিকেটারদের। চট্টগ্রামের ভ্যাপসা গরমে তাঁদের পেয়ে বসার কথা ক্লান্তিও। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের ক্লাসের যে তখন শুধুই শুরু। ক্যাচ–থ্রোতে তাঁদের ব্যস্ততা যখন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের সঙ্গে, তখন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের সেন্টার উইকেটগুলোর একটির সামনে দাঁড়িয়ে পেস বোলিং কোচ শন টেইট আর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। 

কারণ, চট্টগ্রামের ঘাসে ঢেকে থাকা উইকেটে চ্যালেঞ্জটা তাঁদের জন্যই বেশি। উইকেটের সামনে দাঁড়িয়ে মুশতাক আর টেইটের প্রায় ১৫ মিনিটের আলোচনায় হয়তো সেসব প্রসঙ্গই উঠেছে। বোলারদের চ্যালেঞ্জ উতরানোর উপায় বাতলে দেওয়ার দায়িত্বটা তো তাঁদের দুজনের কাঁধেই। খানিক পর সেই আলোচনায় কিছুক্ষণের জন্য যোগ দিয়েছিলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশের চিন্তাটা যে বোলারদের নিয়েই বেশি, তা বোঝা যাবে এ দৃশ্যেই।   

চট্টগ্রামের উইকেটটা যে ব্যাটসম্যানদের জন্য একরকম স্বর্গই বলা যায়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হওয়া ১৩০ টি–টোয়েন্টির ২১টি দেখেছে দুই শ পেরোনো ইনিংস।

বাংলাদেশের সবচেয়ে বড় টি–টোয়েন্টি আসর বিপিএলের দলীয় সর্বোচ্চ ১০টি ইনিংসের আটটিও এখানেই। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এখানে প্রথম ইনিংসে গড় রান ১৪৫। দুই ইনিংস মিলিয়ে ওভারপ্রতি ৮.

১২ গড়ে রান দিয়েছেন বোলাররা। বাংলাদেশের বোলাররা যদিও খুব বেশি খারাপ করেননি এখানে। এই মাঠে খেলা ১৩ ম্যাচে তাঁরা ওভারপ্রতি ৬.৯৮ রান দিয়েছেন। 

তবে চট্টগ্রামের এই পিচে রান আটকানো আর উইকেট নেওয়া যে কঠিন, সেটা তো আর অজানা নয় বাংলাদেশ দলের! তাই তো ফিল্ডিং অনুশীলন শেষে রিশাদ হোসেন–মোস্তাফিজুর রহমানদের ব্যস্ততা সেন্টার উইকেটের নেটে। ঘণ্টা দেড়েক ধরে চলা তাঁদের সেই অনুশীলনে ব্যাটসম্যান বদলেছে ঠিকই, কিন্তু ম্যাচ পরিস্থিতি তৈরি করে সেই অনুশীলন থেকে কোনো বোলারেরই ‘ছুটি’ মেলেনি খুব একটা। প্রায় পুরোটা সময়ই পাশে দাঁড়িয়ে তাঁদের পরামর্শ দিয়ে গেছেন দুই বোলিং কোচ। 

আরও পড়ুনওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল চ্যালেঞ্জে পড়লেই বরং খুশি লিটন২ ঘণ্টা আগে

চট্টগ্রামে আজ বাংলাদেশ দল নামছে টানা পঞ্চম টি–টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। আগের চারটি সিরিজ জয়ের পথে ব্যাটসম্যানদের নিয়ে অনেক আলোচনা–সমালোচনা হলেও বোলাররা ছিলেন সেসবের আওতামুক্ত।

এ বছর ওভারপ্রতি ৭.৪৮ রান করে দিয়েছেন বোলাররা। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্য ভিন্ন এক লড়াই লড়তে হবে তাঁদের। বোলারদের কঠিন পরিস্থিতিতে প্রতিপক্ষের রান আটকানো আর উইকেট নেওয়ার সেই লড়াই করতে দেখতে চান বাংলাদেশের টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসও!

অনুশীলনে নাসুম আহমেদ ও তানজিম হাসান

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র উইক ট

এছাড়াও পড়ুন:

মাঠেই অসুস্থ হয়ে মারা গেলেন বরিশালের ফিজিও

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদ। আজ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশালের ম্যাচ চলার সময় বেলা ১১টার দিকে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

বরিশালের ক্রিকেটার মঈন খান প্রথম আলোকে জানিয়েছেন, মাঠে শুশ্রুষার পর তাঁকে খুলনার আদ–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আইসিইউর জন্য অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে বেলা ২টার দিকে মারা যান ৪৭ বছর বয়সী হাসান

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক যুগেরও বেশি সময় ধরে বরিশালের ফিজিও হিসেবে কাজ করেছেন হাসান। এ ছাড়া বাংলাদেশ রিহ্যাবিলিয়েশন ফর ট্রমা সেন্টারে ম্যানেজারের দায়িত্বেও ছিলেন তিনি।

হাসান আহমেদের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কালো আর্মব্যান্ড পরবেন ক্রিকেটাররা। সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ দিনে মাঠে নামা দলগুলোও তাঁর প্রতি সম্মান জানাবে।

সম্পর্কিত নিবন্ধ