মেট্রোরেলে নাশকতার পরিকল্পনা আছে কি-না, খতিয়ে দেখতে হবে: সপু
Published: 27th, October 2025 GMT
‘‘মেট্রোরেল প্রকল্পে এখনো আওয়ামী দোসররা কর্মরত রয়েছে, তারা নির্বাচন সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছে কি-না তা খতিয়ে দেখতে হবে’’— এমন মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর মাদ্রাসায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আরো পড়ুন:
দুই শিশু সন্তান নিয়ে অথৈ সাগরে প্রিয়া
রবিবার থেকে মেট্রো ১ ঘণ্টা বেশি চলবে, ট্রিপ বাড়ানোরও প্রস্তুতি
মীর সরফত আলী সপু বলেন, ‘‘এ পর্যন্ত মেট্রোরেল লাইনে দুইবার দুর্ঘটনা ঘটেছে। আমি প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাব, দ্রুত সবকিছু খতিয়ে দেখুন, যেন আর কোনো প্রাণহানি বা দুর্ঘটনা না ঘটে। ছোট দুর্ঘটনা থেকে বড় দুর্ঘটনার সূত্রপাত হয়, তাই এখনই আমাদের সতর্ক হতে হবে।’’
পরে তিনি সৈয়দপুর, রাজানগর, বরাম ও শেখরনগর বাজার এলাকায় লিফলেট বিতরণে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মুন্সীগঞ্জ জেলা আমির ওবায়দুল্লাহ কাসেমী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা/রতন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র দ র ঘটন
এছাড়াও পড়ুন:
নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মানবে না: সপু
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একটি মহল তালবাহানা করছে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, “জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা এ দেশের জনগণ কেউ মেনে নেবে না।”
শনিবার (২৫ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরশাইল বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:
একটি দল বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছে: এ্যানী
নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
মীর সরফত আলী সপু বলেন, “জামায়াত একদিকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করে, আবার অন্যদিকে নির্বাচনী প্রচারণা চালায়। আমরা আহ্বান জানাব এসব নাটক থেকে বেরিয়ে এসে দেশটাকে ভালোবাসুন। ভালো মানুষকে সংসদে পাঠান যারা এলাকাবাসীর প্রিয়, যোগ্য এবং উন্নয়নে সক্ষম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম জাহান আজিম।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
ঢাকা/রতন/এসবি