রূপগঞ্জে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Published: 27th, October 2025 GMT
গণঅধিকার পরিষদ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে।
গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক ও নারায়ণগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ওয়াসিম উদ্দিনের উদ্যোগে রবিবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাব এালাকায় এ দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের রূপগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ নয়ন, সদস্য সচিব তরিকুল ইসলাম তমাল, সি:যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আল হাদী, মাছুম মিয়া, সিনি:যুগ্ম সদস্য সচিব, হাসান বাবুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহম্মেদ প্রমুখ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ফতুল্লায় বিআরটিসি দোতালা বাস (ডাবল ডেকার) এর ধাক্কায় শাহজাদা আল ইমরান (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইগড়স্থ এসবি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল আল ইমরান ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হোসাইনীনগর এলাকার প্রয়াত সামছুল ইসলামের ছেলে।
ইমরান ঢাকা ওয়াসার ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বড় ছেলে আব্দুল্লাহ আল জোবায়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী।
ফতুল্লার হোসাইননগর এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল জোবায়ের বাবা।
পুলিশ সূত্রে জানা যায়, আল ইমরান মোটরসাইকেলযোগে সাইনবোর্ড থেকে বাসায় যাওয়ার পথে এসবি গার্মেন্টের সামনে পৌঁছালে পেছন থেকে বিআরটিসির একটি বাস ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল থেকে তিনি সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাৎক্ষনিকভাবে বাসের চালক দ্রুত পালিয়ে যান।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, আমরা নিহতের সুরতহাল সম্পন্ন করে মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা সম্পন্ন হয় নি।