বরিশাল বিভাগীয় ক্রিকেট দলের ফিজিও হাসান আহমেদ আর নেই। ৪৭ বছর বয়সী এই ফিজিও আজ সোমবার (২৭ অক্টোবর) খুলনার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশাল বিভাগের মধ্যকার ২৭তম জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের তৃতীয় দিনের খেলা চলাকালিন তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।

তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা মরহুম হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

আরো পড়ুন:

অর্থ বরাদ্দ বাড়িয়ে আলোর মুখ দেখছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

ক্রিকেটের বাইরেও হাসান আহমেদ কাজ করছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস (বিআরসিটি)-এ প্রোগ্রাম ম্যানেজার হিসেবে।

তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা কালো ব্যাজ পরে খেলবেন এবং খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

এ ছাড়া চলমান এনসিএলের চতুর্থ দিনের খেলায় অংশ নেওয়া সব দলও আগামীকাল শ্রদ্ধা জানাবে প্রয়াত হাসান আহমেদকে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল ব ভ গ হ স ন আহম দ

এছাড়াও পড়ুন:

একাধিক প্রার্থী বাছাই করে রাখলেও ঐক্যে জোর দিচ্ছে বিএনপি: সালাহউদ্দিন

এক আসনে একাধিক প্রার্থী বাছাই করে রাখলেও দলীয় ঐক্যের বিষয়ে বিএনপি জোর দিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন,“আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। আমরা একটিই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভেতরে ঐক্য থাকে, জাতির ভেতরে ঐক্য থাকে। জাতির মধ্যে ঐক্যটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিতে চাই।”

আরো পড়ুন:

টাঙ্গাইলে অপপ্রচারের বিরুদ্ধে জিডি করলেন টুকু

যাদের জনসমর্থন নেই তারাই পিআর পদ্ধতি চাচ্ছে: আমানউল্লাহ

সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জোট গঠন করবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট।”

দেশের যুব সমাজকে বিভিন্নভাবে কাজে লাগাতে বিএনপির পরিকল্পনা নিয়ে সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশে যুবকদের, তরুণদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে সফর করেছি। আমরা তারুণ্যের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি। আশা করি, এই দেশ একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে।”

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ