কখনো কখনো মানুষের জিবই হয়ে ওঠে সবচেয়ে ধারালো অস্ত্র। মুখ ফসকে বেরোনো কোনো কথাই প্রতিপক্ষকে তাতিয়ে দিতে পারে। আর সেটাই হতে পারে নিজের ভরাডুবির কারণ। লামিনে ইয়ামালের ক্ষেত্রে কি সেটাই হয়েছে?

সাবেক বার্সেলোনা মিডফিল্ডার রাফিনিয়া আলকানতারা অন্তত তা-ই মনে করেন। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের মতে, এল ক্লাসিকোর আগে ইয়ামালের মন্তব্যই রিয়ালকে তাতিয়ে দিয়েছিল, যার ফলেই সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা।

‘রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে’—এল ক্লাসিকোর আগে ইয়ামালের এ মন্তব্য ভালোভাবে নেননি রিয়ালের খেলোয়াড়েরা। নেওয়ার কথাও না। ইয়ামাল ও বার্সেলোনাকে একটা মোক্ষম জবাব দেওয়ার জন্য তাঁরা যে তাতিয়ে ছিলেন, সেটা ম্যাচেই দেখা গেছে। খেপে ছিলেন রিয়াল সমর্থকেরাও। মাঠে ইয়ামাল যখনই বল স্পর্শ করেছেন, পুরো সান্তিয়াগো বার্নাব্যু দুয়োধ্বনি দিয়েছে।

শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে ক্লাসিকো জিতেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে এমবাপ্পের নেওয়া এক পেনাল্টি রুখে দেন বার্সেলোনা গোলরক্ষক ভয়চেক শেজনি। কিন্তু তারপরও বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে লিগে ৫ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল।

বার্সেলোনার সাবেক মিডফিল্ডার রাফিনিয়া আলকানতারা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

একাধিক প্রার্থী বাছাই করে রাখলেও ঐক্যে জোর দিচ্ছে বিএনপি: সালাহউদ্দিন

এক আসনে একাধিক প্রার্থী বাছাই করে রাখলেও দলীয় ঐক্যের বিষয়ে বিএনপি জোর দিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন,“আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। আমরা একটিই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভেতরে ঐক্য থাকে, জাতির ভেতরে ঐক্য থাকে। জাতির মধ্যে ঐক্যটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিতে চাই।”

আরো পড়ুন:

টাঙ্গাইলে অপপ্রচারের বিরুদ্ধে জিডি করলেন টুকু

যাদের জনসমর্থন নেই তারাই পিআর পদ্ধতি চাচ্ছে: আমানউল্লাহ

সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জোট গঠন করবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট।”

দেশের যুব সমাজকে বিভিন্নভাবে কাজে লাগাতে বিএনপির পরিকল্পনা নিয়ে সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশে যুবকদের, তরুণদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে সফর করেছি। আমরা তারুণ্যের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি। আশা করি, এই দেশ একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে।”

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ