গণভোটসহ ৫ দফা দাবিতে শহরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
Published: 27th, October 2025 GMT
নভেম্বর মাসে গণভোটের আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টায় নগরীর মিশন ৭পাড়া মোড়ে নারায়ণগঞ্জ জামায়াতের উদ্যােগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যােগে সর্বস্থরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচিতে বক্তারা তাদের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল দ্রুত সময়ের মধ্যে নভেম্বরে গণভোটের আয়োজন করা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমখানা মন্ডলপাড়া ব্রিজে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালীন সময়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের কাছে দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অরো কয়েকটি সংগঠনের একই সময় শহরে কর্মসূচি থাকায় প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। তবে, শান্তিপূর্ণভাবে সমাবেশ ও মিছিল শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইন উদ্দিন আহমাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে উক্ত প্রোগামে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা বিভাগীয় পরিচালক ও ৩ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আ’লীগ নেতা আবু খায়ের গ্রেপ্তার
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য আবু খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দিগুবাবুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আবু খায়ের পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় নাম আসার পর থেকে আবু খায়ের পলাতক ছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দিগুবাবুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারের পর শনিবার রাতে থানায় জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।