যুবদলের র্যালিতে বন্দর থানা যুবদলের সাবেক নেতাদের যোগদান
Published: 27th, October 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের বিজয় র্যালিতে বিপুল নেতাকর্মী নিয়ে যোগদান করেছে বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বন্দর থানার ৯টি ওয়ার্ডের যুবদলের সাবেক নেতাকর্মী বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মহানগর যুবদলের ব্যানারে শহরের মন্ডলপাড়া এলাকায় সমবেত হয়। পরে র্যালীটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সভার মাধ্যমে শেষ হয়।
বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন বন্দর থানার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, ২৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি সফর আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ২৫ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকার, ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক হোসেন সাধারন সম্পাদক আক্তার হোসেনসহ বন্দরে ৯টি ওয়ার্ডের যুবদলের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ র য বদল র স ব ক য বদল র স ব ক স
এছাড়াও পড়ুন:
শেরপুরে নয়, হালুয়াঘাটে দুজনকে গ্রেপ্তার: পুলিশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসীকে পালাতে সহায়তাকারী সন্দেহে দুজনকে শেরপুর থেকে নয়, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশের একটি দল।
রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সীমান্তবর্তী ভুটিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরো পড়ুন:
হাদিকে গুলি: সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক
হাদিকে গুলি: প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী আটক
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া এলাকার ক্লেমেন রিছিলের ছেলে সঞ্জয় চিসিম (২৫) ও একই উপজেলার বিড়ইডাকুনী এলাকার চার্লস রিছিলের ছেলে সিবিরণ দিও (৩৫)।
সঞ্জয় চিসিম ও সিবিরণ দিও সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে লোক পারাপার করা চক্রের সদস্য। তারা হাদির ওপর হামলাকারী ব্যক্তিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার করতে পারে, এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী আলমগীর ও ফয়সাল গত শুক্রবার মিরপুর থেকে প্রাইভেটকারে গাজীপুর হয়ে ময়মনসিংহে আসেন। এরপর সেই প্রাইভেটকার থেকে নেমে তারা অন্য আরেকটি প্রাইভেটকারে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছান। পরে সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেলে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। কিন্তু মোটরসাইকেল চালক কে ছিলেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, আলমগীর ও ফয়সাল ভারতে ঢুকে গেছে নাকি দেশেই রয়েছেন, তা এখনো জানা যায়নি।
নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “শেরপুর সীমান্ত নয়, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে তাদের আটক করেছে ঢাকার ডিবি পুলিশের একটি দল।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। কিন্তু ঘটনাটি শেরপুরের নয়। আমরা জেনেছি, ঘটনাটি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের।”
ঢাকা/তারিকুল/রাসেল