বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বক্তাবলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব। ‎সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব বলেন, বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে নারীর ক্ষমতায়ন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারীর ক্ষমতায়নের জন্য প্রথম যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।

তাঁরই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমানও নারীর মর্যাদা ও নেতৃত্বের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফা রূপরেখার ২৩নং দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে। নারীরা যাতে কেবল ঘরে বসে না থাকে, সে জন্য তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা করা হবে।

‎তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে বিএনপি নারীদের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড দেবে, যা বাংলাদেশের চেহারা বদলে দেবে। সেই ফ্যামিলি কার্ড দিয়ে একজন নারী তার পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারবে। যা নারীর আত্মমর্যাদাকে বৃদ্ধি করবে।

এসব কার্ডের মাধ্যমে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য ও ব্যাংক লোন নিতে পারবে। স্বাস্থ্য কার্ড দিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। যোগ্যদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে নারীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমাদের নেতা তারেক রহমান দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের মুখে হাসি ফুটাবে।

‎বক্তাবলী ইউনিয়ন বিএনপি ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাদশা মাদবরের সভাপতিত্বে ও বিএনপি নেতা মী আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আকবর আলী সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড.

নুরুল আমিন মাছুম, বক্তাবলী ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলিমুল্লাহ প্রধান জুয়েল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি হাসেম ঢালী, ১নং ওয়ার্ড সভাপতি মহাসিন বেপারী, ৭নং ওয়ার্ড সভাপতি খোরশেদ গাজী, ৪নং ওয়ার্ডের সভাপতি শফর আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ন র য়ণগঞ জ ব এনপ র স ক ষমত য়

এছাড়াও পড়ুন:

পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আ’লীগ নেতা আবু খায়ের গ্রেপ্তার

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য আবু খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দিগুবাবুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আবু খায়ের পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় নাম আসার পর থেকে আবু খায়ের পলাতক ছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দিগুবাবুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের পর শনিবার রাতে থানায় জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • যুবদলের র‍্যালিতে জোসেফ সাগরের নেতৃত্বে শোডাউন
  • ট্রিপ্লেক্স বাড়ি, ফ্ল্যাটসহ ২০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক নজরুল ইসলাম
  • প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের শোডাউন
  • গণভোটসহ ৫ দফা দাবিতে শহরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ 
  • নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবি যৌক্তিক : রেলওয়ে সচিব
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি ‎
  • নিহত কালামের দাফন, ‘দুই সন্তান নিয়ে কোথায় দাঁড়াব’—স্ত্রীর প্রশ্ন
  • শিল্পপতি বাবুলের উদ্যোগে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফুল ও ফলজ বৃক্ষ রোপন
  • পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আ’লীগ নেতা আবু খায়ের গ্রেপ্তার