ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মুঠোফোন চেক করে ব৵ক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) শিক্ষার্থী আবির হাসান। আজ সোমবার দুপুরের দিকে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দাখিল করেন তিনি।

আবির হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সদস্য প্রার্থী ছিলেন। তিনি সিএসইর ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।

এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রক্টরিয়াল টিমের সদস্যরা ফোন চেক করেছেন, এমন অভিযোগ করেছেন আবির। তাঁরা ফোন চেক করতে পারেন কি না এবং এর প্রতিকার চেয়ে আবেদন করেছেন তিনি।

প্রক্টর আরও বলেন, ‘এটি সত্য কি না, কোন পর্যায়ে হয়েছে, কেন করা হয়েছে, তাঁর সম্মতি ছিল কি না—এসব যাচাই করতে আমি একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছি। সেই কমিটিতে দুজন সহকারী প্রক্টর আছেন, পাশাপাশি অভিযোগকারীর প্রতিনিধি হিসেবে একজন ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে।’

অভিযোগকারী আবির হাসান সাংবাদিকদের বলেন, গত শনিবার রাতে শাহবাগ চেকপোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় তাঁর মুঠোফোন তল্লাশি করা হয়। তিনি বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়েরই দুজন সহকারী প্রক্টর (শিক্ষক) আধা ঘণ্টা ধরে আমার ফোন চেক করেছেন। কাউকে উলঙ্গ করা আর ফোন চেক করা একই কথা। এটি স্পষ্টভাবে আইনের লঙ্ঘন। যে দুজন আমার ফোন চেক করেছেন.

..তাঁরা যদি ভুল স্বীকার করে বিবৃতি না দেন, তাহলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

আবির হাসান আরও বলেন, ‘আমার কোনো সংগঠন নেই, কোনো রাজনৈতিক পরিচয়ও নেই। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে গোপনীয়তার অধিকারের সুরক্ষা চাই।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ন চ ক কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম: পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সলিম। অভিনয় ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে একটি সরল স্বীকারোক্তি দিয়েছেন এই অভিনেত্রী। আর এ মহূর্তের একটি ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
  
বিনা সংকোচে অভিনেত্রী দুরেফিশান সলিম বলেন, “আমি একবার বিলাসবহুল একটি হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম। এটি ভীষণ সুন্দর ও নরম ছিল।” 

অভিনেত্রীর এই সরল স্বীকারোক্তিতে বিস্মিত হয়ে পড়েন আরেক অতিথি অভিনেতা মিকাল জুলফিকার ও সঞ্চালক নিদা ইয়াসির। জুলফিকার জানতে চান, জায়নামাজ চুরি করতে আপনার লজ্জা লাগেনি? জবাবে এ অভিনেত্রী বলেন, “আমি ভেবেছিলাম, এ কারণে আল্লাহ হয়তো আমার উপর কোনো প্রভাব ফেলবেন না। কারণ আমি নামাজের জন্যই এটি ব্যবহার করব।”

এরপরই জুলফিকার বলেন, “তাহলে মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করেন, তাদেরও ক্ষমা করা উচিত!” এ কথা শুনে সবাই হাসতে শুরু করেন। তাদের হাস্যরসের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিনেত্রী দুরেফিশান সলিমের রসবোধের প্রশংসা করছেন নেটিজেনরা। মোহাম্মদ জাহান নামে একজন লেখেন, “শয়তানও দ্বিধায় পড়ে যাবে।” হায়দার লেখেন, “কি কিউট!”

নেটিজেনদের একটি অংশ অভিনেত্রীর রসবোধের প্রশংসা করলেও অন্য একটি অংশের কটাক্ষের মুখে পড়েছেন দুরেফিশান। কল্পনা নামে একজন লেখেন, “চুরি করে সেটা আবার পাবলিকলি বলছেন। এটা ঠিক না।” নিমরা লেখেন, “এটা মজার বিষয় না।” তাহির লেখেন, “চুরি তো চুরিই।” আরেকজন লেখেন, “আমাদের অভিনয়শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। কারণ কোন কথা পাবলিকলি বলা যাবে, আর কোনটা বলা উচিত নয়, তা জানা জরুরি।”

সুমাইয়া চৌধুরী আনিসা লেখেন, “প্রায় প্রতিটি পাকিস্তানি অভিনেত্রী এ রকম বাজে কথা বলেন, তারা খারাপ জিনিসকে ভালো জিনিস দিয়ে ঢেকে দেওয়ার উপায় খুঁজে বের করেন (ইকরা আজিজ, হিরা মণি...)।” আরেকজন লেখেন, “তুমি কি মুসলিম? অন্যদের সামনে এভাবে নিজেকে দেখানো কি ঠিক? একবার ভেবে দেখো, ইসলাম কি এটাই শেখায়। তোমার মুখ আর শরীরের জন্য মানুষের লাইক আর কমেন্ট পাও। ইসলাম শিখো আর উদাহরণ হও।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

১৯৯৪ সালের ১৪ জানুয়ারি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন দুরেফিশান সলিম। তার বাবা সলিম-উল-হাসান একজন পরিচালক ও প্রযোজক। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নেন দুরেফিশান। পরে শোবিজ অঙ্গনে ক্যারিয়ার গড়তে করাচিতে পাড়ি জমান।

২০২০ সালে ‘দিল রুবা’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন দুরেফিশান। একই বছর ‘ভারা’ টিভি সিরিজে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এরপর বেশ কিছু টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য কাজ হলো—‘ভারাইসি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • মেট্রোরেলের কাঠামো ভেঙে পড়ার ভিডিওটি এআই দিয়ে তৈরি
  • এমপিওভুক্ত শিক্ষকদের দুর্দশা লাঘবের উপায় কী
  • অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা, অ্যাশেজের শুরুতে নেই কামিন্স
  • রাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু. বিচার দাবিতে বিক্ষোভ
  • মৃত্যুর ২৯ বছর পরও ফ্যাশন ও স্টাইলে সালমান শাহ যে কারণে অনন্য
  • ভারতের মধ্যপ্রদেশে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা
  • আবুল কালামের জীবনের দাম যখন আড়াই ভরি সোনার সমান
  • প্যারাগুয়ের চুরির ভিডিওকে ভারতে বাংলাদেশির বলে প্রচার
  • বিলাসবহুল হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম: পাকিস্তানি অভিনেত্রী