গ্রেপ্তার এড়াতে রিকশা চালাতেন, বাড়িতে এসে পুলিশের হাতে ধরা
Published: 28th, October 2025 GMT
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মজিদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঘোড়াঘাট পৌর শহরের আজাদ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘোড়াঘাট থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে। বিষয়টি ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মজিদুল ইসলাম ঘোড়াঘাট পৌর শহরের সাহেবগঞ্জ ইসলাপুর মহল্লার আবদুল করিমের ছেলে। তিনি ২০০৫ সালের এপ্রিল মাসে গাইবান্ধার পলাশবাড়ী এলাকা থেকে ফেনসিডিলসহ গ্রেপ্তার হন। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান। এর পর থেকে তিনি ঢাকায় রিকশা চালাতেন। গত বছরের জুন মাসে গাইবান্ধা জেলা আদালত ওই মামলায় মজিদুলকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল নিজ বাড়িতে এলে পুলিশ আজাদ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, মজিদুলকে গ্রেপ্তারের জন্য ঘোড়াঘাট থানা-পুলিশের কাছে একটি পরোয়ানা ছিল। তিনি ঢাকায় রিকশা চালাতেন। গতকাল রাত দুইটার দিকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মজিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে কারাগারে আ.লীগ নেতা বাচ্চুর মৃত্যু
পুলিশ হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা আহমদ মোস্তফা খান বাচ্চুর (৮৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি মারা যান।
আহমদ মোস্তফা খান বাচ্চু জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
আরো পড়ুন:
সুইমিংপুলে মৃত্যু: কুষ্টিয়ায় রাবি শিক্ষার্থী সায়মার অশ্রুসিক্ত বিদায়
রাবিতে সায়মার মৃত্যুকে ‘অবহেলাজনিত হত্যা’ দাবি করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ এপ্রিল মোস্তফা খান বাচ্চু কারাগারে আসেন। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে অসুস্থ হলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান। তার বিরুদ্ধে এনায়েতপুর থানার পুলিশ হত্যাসহ চারটি মামলা রয়েছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার জানান, অসুস্থ অবস্থায় বাচ্চুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা গেছেন।
ঢাকা/রাসেল/বকুল