জামালপুরের ইসলামপুর উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এতে ওই শিক্ষককে আসামি করা হয়েছে।

আসামি শামীম উল বাশারের (৪০) বাড়ি ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে। তিনি উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। মামলার পর থেকে তিনি পলাতক।

পুলিশ, এজাহার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সকালে ওই ছাত্রীকে বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নেন শামীম উল বাশার। পরে তাঁর বসতবাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে গিয়ে প্রথমে তাঁর মাকে বিষয়টি জানায়। পরে অন্যদের সহযোগিতায় পরিবারের সদস্যরা থানায় গিয়ে ওই রাতেই মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ওই স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উড়োজাহাজে কাঁটাচামচ দিয়ে দুই কিশোরকে আঘাত, যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

শিকাগো থেকে জার্মানিগামী লুফথানসার একটি ফ্লাইটে দুই কিশোরকে ধাতব কাঁটাচামচ দিয়ে আঘাত এবং এক নারী যাত্রীকে থাপ্পড় মারার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে এক ভারতীয় নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। ওই ব্যক্তির নাম প্রণীত কুমার উসিরিপল্লি। ম্যাসাচুসেটসের মার্কিন অ্যাটর্নি অফিসের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের নথি অনুসারে, প্রণীত প্রথমে ১৭ বছর বয়সী এক যাত্রীর কাঁধে ধাতব কাঁটাচামচ দিয়ে আঘাত করেন। এরপর তিনি ১৭ বছর বয়সী আরেক কিশোরের ওপর হামলা চালান এবং একই কাঁটাচামচ দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করেন।

প্রণীতের হামলার প্রথম শিকার কিশোর মাঝখানের আসনে ঘুমিয়ে ছিল। জেগে উঠে সে দেখে, ২৮ বছর বয়সী অভিযুক্ত প্রণীত তাঁর ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছেন। এরপর অভিযুক্ত ব্যক্তি বাঁ কলারবোনের কাছে কাঁটাচামচ দিয়ে আঘাত করেন। এরপর তিনি দ্বিতীয় কিশোরের ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁর কাঁটাচামচের আঘাতে তাঁর মাথার পেছনে ক্ষতের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি দেখে উড়োজাহাজের কর্মীরা প্রণীতকে থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি হাতে পিস্তল আছে, এমনভাবে তাঁর আঙুল তাক করেন। পরে সেই কাল্পনিক পিস্তল মুখে পুরে ট্রিগার টানার ভঙ্গি করেন। এরপর তিনি একজন নারী যাত্রীর দিকে ফিরে তাঁকে থাপ্পড় মারেন। তিনি একজন বিমানকর্মীকেও থাপ্পড় মারার চেষ্টা করেন।

প্রণীতের বেপরোয়া হামলার পর উড়োজাহাজটিকে যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে উড়োজাহাজ অবতরণ করা হলে সেখানেই প্রণীতকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো ‘আইনসম্মত অবস্থান’ নেই। তিনি শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

প্রণীতের বিরুদ্ধে মার্কিন আদালতে বিশেষ উড়োজাহাজে ভ্রমণ করার সময় অন্যকে শারীরিক ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ আনা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে প্রণীতের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড, ৩ বছর পর্যন্ত শর্তাধীনে মুক্তি ও আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

অ্যাটর্নি অফিসের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, প্রণীত বাইবেল শিক্ষার ওপর একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ