আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না এই অঙ্গিকার নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নগরের কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট, চারারগোপ এলাকায় ওষুধ মার্কেট ও সাধারণ দোকানদার ও আগত ক্রেতাদের কাছে ৩১ দফাল লিফলেট ও আগামীর বাংলাদেশ গঠনে তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরেন।

লিফলেট বিতরণ শেষে তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক বলেছেন তারা রাষ্ট্রক্ষমতা চায়না। এবার তারা চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে। জনগণের সেবার দায়িত্ব নিতে।

আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের মানুষের হক যেভাবে নষ্ট করেছে, আদালত, থানা থেকে শুরু করে মসজিদ ও মার্কেট কমিটি গুলোও তারা দখলে রেখে ধ্বংস করে দিয়েছে।

এসব থেকে উদ্ধার পেতে আমরা ধানের শীষ মার্কায় ভোট চাই। মানুষ বলতে পারে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আপনারা একটি রাজনৈতিক দল তাহলে আপনাদের কেন ভোট দিবো।

আমি বলতে চাই আওয়ামী লীগ গত ১৭ বছরে যা যা করেছে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা করবে না। আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না।

তাহলে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। এদেশকে একটি খুন গুম মুক্ত মানবিক রাষ্ট্রে পরিণত করবে তারেক রহমান। রাষ্ট্রের কোন বাহিনী কখনো কোন মায়ের সন্তানকে খুন গুম করবেনা।

বিএনপির নেতাকর্মীরা কারো হক নষ্ট করবে না। তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন যারাই সীমা লঙ্গন করবে কারো হক নষ্ট করবে তারা বিএনপির কেউ না।

সীমা লঙ্গনকারী কেউ পাড় পাবে না সে যত বড় নেতাই হোক। বিএনপি ক্ষমতায় আসলে এদেশে কোন সন্ত্রাসীর ঠাঁই হবেনা। হুমকি ধামকি করে নেতা হওয়ার বড় ভাব দেখিয়ে নেতা হওয়া যাবেনা। মানুষের ভালবাসা নিয়েই ভোট আদায় করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, মো.

মিঠু, মুছা মিয়া, মোশারফ, নাহিদ, মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ব এনপ

এছাড়াও পড়ুন:

শেরপুরে নয়, হালুয়াঘাটে দুজনকে গ্রেপ্তার: পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসীকে পালাতে সহায়তাকারী সন্দেহে দুজনকে শেরপুর থেকে নয়, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশের একটি দল।

রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সীমান্তবর্তী ভুটিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

হাদিকে গুলি: সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক

হাদিকে গুলি: প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী আটক

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া এলাকার ক্লেমেন রিছিলের ছেলে সঞ্জয় চিসিম (২৫) ও একই উপজেলার বিড়ইডাকুনী এলাকার চার্লস রিছিলের ছেলে সিবিরণ দিও (৩৫)।

সঞ্জয় চিসিম ও সিবিরণ দিও সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে লোক পারাপার করা চক্রের সদস্য। তারা হাদির ওপর হামলাকারী ব্যক্তিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার করতে পারে, এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী আলমগীর ও ফয়সাল গত শুক্রবার মিরপুর থেকে প্রাইভেটকারে গাজীপুর হয়ে ময়মনসিংহে আসেন। এরপর সেই প্রাইভেটকার থেকে নেমে তারা অন্য আরেকটি প্রাইভেটকারে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছান। পরে সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেলে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। কিন্তু মোটরসাইকেল চালক কে ছিলেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, আলমগীর ও ফয়সাল ভারতে ঢুকে গেছে নাকি দেশেই রয়েছেন, তা এখনো জানা যায়নি।

নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “শেরপুর সীমান্ত নয়, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে তাদের আটক করেছে ঢাকার ডিবি পুলিশের একটি দল।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। কিন্তু ঘটনাটি শেরপুরের নয়। আমরা জেনেছি, ঘটনাটি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের।”

ঢাকা/তারিকুল/রাসেল

সম্পর্কিত নিবন্ধ