ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকারের ৩১টি মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

ইসির জনসংযোগ শাখা জানায়, গত ২৬ অক্টোবর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বৈঠকে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়। চিঠিতে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠক আয়োজনের কথা জানানো হয়।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পররাষ্ট্র, আইন, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জ্বালানি ও খনিজ সম্পদ, অর্থ, তথ্য ও সম্প্রচারসহ ৩১ মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব বা সচিবরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, বৈঠকে নির্বাচনসংক্রান্ত ২২টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে—ভোটকেন্দ্রের স্থাপনা ও রাস্তা-ঘাট সংস্কার। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি। দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পরিবহন। হেলিকপ্টারসহ লজিস্টিক সহায়তা। প্রচার-প্রচারণায় গণমাধ্যমের ভূমিকা। পর্যবেক্ষক নিয়োগে সহায়তা। ঋণখেলাপিদের তথ্য সংগ্রহ। নির্বাচনি ব্যয়ের বাজেট বরাদ্দ।

এছাড়া, শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের করণীয়। নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে ম্যাজিস্ট্রেট নিয়োগ। বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি সমন্বয়। অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ইসির এক কর্মকর্তা জানান, নির্বাচনকে ঘিরে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় ও প্রস্তুতির অগ্রগতি যাচাই করাই বৈঠকের মূল উদ্দেশ্য।

প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই বৈঠক থেকে নির্বাচনের মাঠ পর্যায়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য দপ্তরের করণীয় নির্ধারণের দিকনির্দেশনা দেওয়া হবে।

ঢাকা/এএএম/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মন ত র

এছাড়াও পড়ুন:

বসুন্ধরার আই ব্লকে হেরিটেজ সুইটসের ২য় শাখা উদ্বোধন

দেশের ঐতিহ্যবাহী মিষ্টি তৈরির নির্ভরযোগ্য প্রিমিয়াম ব্র্যান্ড হেরিটেজ সুইটস। বসুন্ধরা আবাসিক এলাকায় এর দ্বিতীয় শাখার  উদ্বোধন করা হয়েছে।

বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে অবস্থিত প্রথম শাখায় গ্রাহকের অসাধারণ সাড়া মেলার পর নতুন এই শাখা উদ্বোধন হলো। এর মাধ্যমে হেরিটেজ সুইটস আরও বৃহত্তর পরিসরে সুস্বাদু ও মানসম্মত মিষ্টি গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, গণমাধ্যম প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে এমিল আহমেদ সোবহান শুভকামনা জানিয়ে বলেন, হেরিটেজ সুইটস ভোক্তাদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্বাদু, মানসম্মত ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন সরবরাহ করছে। ইতোমধ্যেই ব্র্যান্ডটি ভোক্তাদের আস্থা ও সুনাম অর্জনে সফল হয়েছে। সকলের সহযোগিতায় হেরিটেজ সুইটসের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, মিষ্টি হাজার বছর ধরে বাংলার মানুষের ঘরে ঘরে আপ্যায়নের প্রথম ও অন্যতম খাদ্য উপকরণ। ‘হেরিটেজ সুইটস’ সবসময়ই বাংলার এই ঐতিহ্যেকে আধুনিক উপস্থাপনায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বসুন্ধরায় দ্বিতীয় আউটলেট উদ্বোধনের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিলাম। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন পান খাঁটি উপকরণে তৈরি নিরাপদ ও মানসম্মত মিষ্টি।”

আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে গড়ে তোলা এই আউটলেট বসুন্ধরার আই ব্লক ও আশেপাশের বাসিন্দাদের জন্য হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল।

ঢাকা/রাহাত

সম্পর্কিত নিবন্ধ