শুদ্ধ জনম
উথলে ওঠে তোমার বুকের অদৃশ্য সেই জলের রাশি—
উপচে পড়া দিঘির জলে নামতে গিয়ে কাষ্ঠহাসি হাসছি যখন, 
যায় দেখা হায়, চোখের কোণে জলের সাথে
ঝলকে ওঠে কোমল সুখের সিক্ত হাসি!
তোমার গোপন নরম ভাষা
ভাসায় আমার দুঃখ যত—
দিঘির জলে ডিঙি যেমন
যায় ভেসে হায় ধীরগতিতে!
তীব্রগতির ছুরির ফলা বিদ্ধ করে ফলের শরীর! 
রক্ত মেশে নির্বিকারে ফুলের নরম গর্ভাশয়ে—
তুমি এমন গোপন প্রেমে
আর কতবার ছুড়বে বলো, 
তীব্র সুখের তিরের ফলা
পাখির শরীর লক্ষ্য করে?
যাও, চলে যাও হাওয়ার ঘরে—
আমার জীবন মুষ্টিভরে
তোমার কাছেই দিচ্ছি জমা
হৃদ্জগতের রঙিন ঝোলায়।
তোমায় পেলাম—
কেমন যেন গোপন আলোয়, নতুন কোনো চিত্রভাষায়, 
নরম ভোরের ভালোবাসায়
হাজার জনম শুদ্ধ করে!
লিখে রাখো তুমি সেই নগরের কথকতা, 
কত কথা নাগরের সাথে—
সাগরে যাবার আগে
সেরে নিয়েছিল গাংচিল!
শিমুলের ডালে হয়নি বসা তার, 
গেয়েছিল ক্ষীণ স্বরে গান কেবলই; 
ভুলে যাওয়া নৃত্যভঙ্গি কবেকার—
তা-ও হয়নি রপ্ত আর!
মনের অতল তলে মন কী চেয়েছে, 
থেকে গেছে অজানাই! 
অচিন পাপড়িদলে বিরহ লিখে গেছে
কেবল লাল পিঁপড়ের সারি।
তুমি বরং লিখে যাও এক তীব্র সুখের কথা—
যার দেখা কখনোই না পায় গাংচিল! 
হায়, সে তো সাগরের—
কী বুঝবে সে নগরের উড়ালভঙ্গি কতটা ক্রূর!
সে কেবলই বোজে চোখ, 
সুখস্বপ্নের খোঁজে
খোঁজে প্রেম—নাগরের!
হায়! না পায় নাগাল, তবুও তুমুল, বেসামাল, 
মাতালের মতো যেতে থাকে উড়ে, দূরে দূরে—
সাগরের প্রতি প্রেমভরে!
শেষ এবং একমাত্র গন্তব্য তার—
তুমি তার কথা লিখে রাখো আজ, 
যে কোকিল হতে চেয়ে
হয়ে গেছে দূরের বিরহী গাংচিল!
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবে রিয়াল মাদ্রিদ
ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দাবিকৃত ক্ষতিপূরণের অঙ্ক হতে পারে ৪৫০ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৬৩ হাজার কোটি টাকার বেশি। ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে স্পেনের একটি আদালতের সর্বশেষ রায়ের পর এমন অবস্থান নিয়েছে রিয়াল।
সুপার লিগের পরিকল্পনা আটকে দিয়ে উয়েফা ইউরোপীয় প্রতিযোগিতা আইন ভঙ্গ করেছে বলে এর আগে যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে করা উয়েফার আপিল বুধবার মাদ্রিদের প্রাদেশিক আদালত খারিজ করে দেন। একই আদালত স্প্যানিশ লিগ লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিলও খারিজ করেন।
২০২৩ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের আদালত সিজেইউ রায় দিয়েছিল, ২০২১ সালে উয়েফা ও ফিফা যে নিয়মগুলো প্রস্তাবিত সুপার লিগ ঠেকাতে ব্যবহার করেছিল, তা ইউরোপীয় আইনের পরিপন্থী। সেই রায় আপিলের পরও বহাল থাকায় রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বলেছে, তারা এই রায়ে ‘আনন্দিত’, কারণ এটি ‘ক্লাবের উল্লেখযোগ্য ক্ষতির ক্ষতিপূরণ দাবি করার পথ খুলে দিয়েছে।’
আপিল খারিজের পর বিবৃতি দিয়েছে উয়েফাও। ইউরোপীয় ফুটবল সংস্থাটি বলেছে, সর্বশেষ এই রায় ‘২০২১ সালে ঘোষিত এবং ইতিমধ্যে পরিত্যক্ত ‘সুপার লিগ’ প্রকল্পকে বৈধতা দেয় না। একই সঙ্গে এটি উয়েফার ২০২২ সালে গৃহীত ও ২০২৪ সালে হালনাগাদ করা বর্তমান অনুমোদন-নিয়মকেও খর্ব করে না, যেগুলো এখনো কার্যকর রয়েছে।’
আদালতের রায় বিস্তারিত পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে উয়েফা। আর লা লিগা জানিয়েছে, তারা আদালতের নতুন রায়কে সম্মান জানালেও এর গুরুত্বকে খাটো করে দেখছে। লিগ কর্তৃপক্ষের বক্তব্য, ‘এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট প্রতিযোগিতা কাঠামো অনুমোদন বা সমর্থন করে না, আর ২০২১ সালে ঘোষিত প্রাথমিক প্রকল্প সম্পর্কেও কিছু বলে না, যা পরবর্তীতে আয়োজকেরা পরিবর্তন করেছে।’
২০২১ সালের এপ্রিলে স্পেন, ইতালি ও ইংল্যান্ডের ১২টি ক্লাবের অংশগ্রহণে চালু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সুপার লিগ প্রকল্প ভেস্তে যায়। প্রথমে ইংলিশ ক্লাবগুলো, পরে ধীরে ধীরে ইতালি ও স্পেনের ক্লাবগুলো সুপার লিগ থেকে সরে আসে। তবে রিয়াল মাদ্রিদ এবং আয়োজক কর্তৃপক্ষ এ২২ স্পোর্টস ম্যানেজমেন্ট এ নিয়ে উয়েফার সঙ্গে আলোচনা ও আইনি লড়াই চালিয়ে যায়।
মাদ্রিদভিত্তিক দৈনিক এএস জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ও সুপার লিগের আয়োজক সংস্থা এ২২-এর আইনজীবীরা ইতিমধ্যেই উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি প্রস্তুত করছেন। এই পত্রিকার সূত্রমতে, ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৪,৫০০ মিলিয়ন ইউরো, যা আর্থিক ক্ষতি, সম্ভাব্য লাভ হারানো এবং ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব হিসেবে যোগ করা হচ্ছে।
 বগুড়ার ৪ নেতাকে ফোন করে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে বললেন তারেক রহমান
বগুড়ার ৪ নেতাকে ফোন করে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে বললেন তারেক রহমান