শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
Published: 30th, October 2025 GMT
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাকরিজীবনের শেষ কর্মদিবসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বিদ্যালয়েই মৃত্যুবরণ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল করিম উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.
ব্রহ্মগাছা ইউনিয়নের দৈবজ্ঞগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, ‘কর্মজীবনের শেষ দিনে তাঁর মৃত্যু আমাদের খুবই কষ্ট দিয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। তিনি অবসরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শেষে শুধু চাকরি থেকে নয়, জীবন থেকেই বিদায় নিলেন।’
রায়গঞ্জের সাবেক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (বর্তমানে তাড়াশ উপজেলায় কর্মরত) মো. রেজাউল করিম বলেন, মিরের দেউলমুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে জাতীয়করণ করার পর তিনি হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তী সময়ে এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘শাপলা কলি’ দিয়ে ইসি বুঝিয়েছে এনসিপি বাচ্চাদের দল: সামান্তা
প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করে ইসি বুঝিয়েছে এনসিপি বাচ্চাদের দল বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’-শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আরো পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ নেই: নাহিদ
এনসিপির নেতৃত্বে হতে পারে ‘মধ্যপন্থী’ জোট
সামান্তা শারমিন বলেন, “কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে শাপলা কলি দিয়ে গেজেট দিয়েছে ইসি, তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল।”
তিনি বলেন, “বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে থাকে, এটি এক ধরনের বৈষম্য।”
ঢাকা/এসবি