ছবি সম্পাদনা, অ্যানিমেশন বা সৃজনশীল ইলাস্ট্রেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। সম্প্রতি উন্মুক্ত হওয়া ন্যানো বানানা প্রো এআই টুল কয়েক সেকেন্ডের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে সাধারণ কোনো ছবিকে ত্রিমাত্রিক ক্যারিকেচারে রূপান্তর করতে পারে। আগে এই কাজের জন্য বিশেষ দক্ষতা, জটিল সফটওয়্যার ও শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হতো। এখন স্মার্টফোনেই তা সহজে করা সম্ভব। ন্যানো বানানা প্রো এআই টুল দিয়ে ছবির ত্রিমাত্রিক ক্যারিকেচার তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

ঝাপসা বা অন্ধকার ছবি এআই সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে না। আর তাই থ্রি–ডি ক্যারিকেচার তৈরির জন্য প্রথমে স্পষ্ট ছবি নির্বাচন করতে হবে। ছবিতে মুখের গঠন, আলো ও রেজল্যুশন যত ভালো হবে, ফলাফলও তত নিখুঁত হবে। ছবি নির্বাচনের পর তা জেমিনি ন্যানো বানানা প্রোতে আপলোড করতে হবে। আপলোড সম্পন্ন হলে এআই টুলটি চোখ, নাক, ঠোঁট, চোয়ালসহ মুখের মূল বৈশিষ্ট্য শনাক্ত করবে। এরপর পছন্দমতো স্টাইল নির্বাচন করার পর প্রয়োজন অনুযায়ী মাথার আকার, চোখের গঠন, ত্বকের রং, ব্যাকগ্রাউন্ড, আলোর দিক, টেক্সচারের মাত্রা পরিবর্তন করতে হবে। এবার কাঙ্ক্ষিত স্টাইল ও চাহিদা অনুযায়ী প্রম্পট লিখে ‘জেনারেট’ অপশনে চাপ দিলেই রেন্ডারিং শুরু হবে।

ব্যবহারকারীদের কমান্ড অনুযায়ী ছবির ত্রিমাত্রিক ডেপথ, আলো-ছায়া ও প্রাকৃতিক টেক্সচারের সঙ্গে একটি পূর্ণাঙ্গ থ্রি–ডি ক্যারিকেচারে রূপ দিয়ে থাকে এআই। এ জন্য ছবির ভিন্নতার কারণে ত্রিমাত্রিক ক্যারিকেচার তৈরি হতে একটু সময় লাগে। ক্যারিকেচার তৈরি হয়ে গেলে তা পিএনজি বা জেপিইজি ফরম্যাটে সেভ করতে হবে। চাইলে টুল থেকেই সরাসরি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রিমাত্রিক ক্যারিকেচার শেয়ার করা যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এআই ট ল

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে আগুনে পুড়ল বিআরটিসির ২ বাস, নাশকতার অভিযোগ 

নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুইটি বাস আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বাসগুলোতে আগুন লাগে।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান বলেন, ‍“পুরো ঘটনাটি স্পষ্ট নাশকতা। আমার ধারণা, পরিকল্পিতভাবেই এ অপকর্ম করা হয়েছে। বিষয়টি অত্যন্ত প্রফেশনালভাবে ঘটানো হয়েছে।”

আরো পড়ুন:

ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে বিআরটিসি ডিপো থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে জানান। ১০–১৫ মিনিটের মধ্যেই মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান বলেন, “খবর পেয়েই আমি দ্রুত এসে উপস্থিত হই। ফায়ার সার্ভিস ও পুলিশও সঙ্গে সঙ্গে এসে কাজ শুরু করে।”

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, “রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ১০ মিনিটের ভেতর আগুন নিয়ন্ত্রণে আনি। দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, একটি আংশিক ক্ষতিগ্রস্ত। আগুনের কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।”

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ