‘গোলাপি’ স্টার্কে ‘নীল’ ইংল্যান্ড, তারপর রুট–ক্রলির প্রতিরোধ
Published: 4th, December 2025 GMT
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৪ ওভারে ৯৮/২ (রুট, ৩২* ক্রলি ৬১* ; স্টার্ক ২/২৬, নেসার ০/১৬, বোল্যান্ড ০/২২ )—প্রথম দিনে চা বিরতির আগে
টেস্টের প্রথম ওভার। মিচেল স্টার্কের হাতে গোলাপি কুকাবুরা বল।
এটুকু পড়ার পর আন্দাজ করে নিতে পারেন, ব্রিসবেনের গ্যাবায় স্কোরার থেকে দর্শকরাও টান টান উত্তেজনায় চোখ রেখেছেন ম্যাচের প্রথম ওভারে। কারণ দুটি—এক, গোলাপি বলে স্টার্কের মতো ভয়ংকর বোলার পৃথিবীতে দ্বিতীয়টি নেই। দিবা–রাত্রির টেস্টে তাঁর উইকেটসংখ্যাই সর্বোচ্চ (৮১)। দুই.
আজও এর ব্যতয় ঘটেনি।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে প্রথম ওভারের শেষ বলে আউট হন ওপেনার বেন ডাকেট। ফুল লেংথে করা স্টার্কের আউটসুইংকে স্লিপে ক্যাচ বানাতে বাধ্য হন ডাকেট। বিনিময়ে পেয়েছেন ‘গোল্ডেন ডাক।’
মারনাস লাবুশেন ডাকেটের ক্যাচ নেওয়ার পর ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বললেন, ‘এর চেয়ে বাজে শুরু সম্ভবত আর হয় না।’ ইংল্যান্ডের স্কোর তখন ১ ওভারে ৫/১।
গোলাপি বলে সব সময়ই ভয়ংকর স্টার্ক। পোপকে আউট করার পরউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৪০ বছর পর লেবানন-ইসরায়েলের প্রথম সরাসরি বৈঠক
লেবানন ও ইসরায়েলের মধ্যে প্রায় ৪০ বছর পর প্রথম সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের আন-নাকুরা শহরে যুদ্ধবিরতি মনিটরিং কমিটির বৈঠকে যোগ দেন দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা।
বৈরুত বলছে, এটি শান্তি আলোচনা নয়, বরং শত্রুতা কমানো ও লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টা। খবর আল-জাজিরার।
আরো পড়ুন:
লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৪
ব্লু লাইন নামে পরিচত লেবানন-ইসরায়েল সীমান্তে প্রায় তিন ঘণ্টা বৈঠক চলে।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানান, বৈরুত নিরাপত্তা ইস্যুর বাইরে গিয়ে আলোচনায় আগ্রহী। তবে তিনি স্পষ্ট করেন যে এগুলো কোনো শান্তিচুক্তির বৈঠক নয় ও সম্পর্ক স্বাভাবিকীকরণ কেবল শান্তি প্রক্রিয়ার সঙ্গেই জড়িত।
সালাম জানান, আলোচনার লক্ষ্য শুধু ‘শত্রুতা বন্ধ করা, ‘লেবাননের বন্দিদের মুক্তি’ এবং লেবাননের ভূখণ্ড থেকে ‘ইসরাইলি সেনাদের পূর্ণ প্রত্যাহার’ নিশ্চিত করা।
তিনি আরো জানান, লেবানন ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ১৯৬৭ সালে দখলকৃত সব এলাকা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়ে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলা আছে। ইসরায়েলের সঙ্গে বৈরুতের আলাদা কোনো শান্তিচুক্তি করার কোনো ইচ্ছা নেই বলেও তিনি জোর দিয়ে বলেন।
সালাম বলেন, বৈঠকে বেসামরিক প্রতিনিধিদের অংশগ্রহণ উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় পরিস্থিতি কতটা জটিল হচ্ছে তা স্পষ্ট করে দিচ্ছে।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দুই পক্ষকে আলোচনার বিস্তৃতি বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে। গত মাসে বৈরুত লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার নতুন করে বড় ধরনের উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতেই সর্বশেষ এই বৈঠকটি হলো।
এদিকে ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদরোশিয়ান বুধবার সাংবাদিকদের অনলাইন ব্রিফিংয়ে লেবাননের সঙ্গে এই বৈঠকটিকে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইসরায়েল ও লেবাননের সরাসরি এই বৈঠক প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফল। প্রতিবেশীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য এখন বিশেষ সুযোগ তৈরি হয়েছে।’
ঢাকা/ফিরোজ