নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুইটি বাস আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বাসগুলোতে আগুন লাগে।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান বলেন, ‍“পুরো ঘটনাটি স্পষ্ট নাশকতা। আমার ধারণা, পরিকল্পিতভাবেই এ অপকর্ম করা হয়েছে। বিষয়টি অত্যন্ত প্রফেশনালভাবে ঘটানো হয়েছে।”

আরো পড়ুন:

ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে বিআরটিসি ডিপো থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে জানান। ১০–১৫ মিনিটের মধ্যেই মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো.

আরিফুর রহমান বলেন, “খবর পেয়েই আমি দ্রুত এসে উপস্থিত হই। ফায়ার সার্ভিস ও পুলিশও সঙ্গে সঙ্গে এসে কাজ শুরু করে।”

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, “রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ১০ মিনিটের ভেতর আগুন নিয়ন্ত্রণে আনি। দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, একটি আংশিক ক্ষতিগ্রস্ত। আগুনের কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।”

ঢাকা/সুজন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন ব আরট স

এছাড়াও পড়ুন:

চোট নিয়ে এবার হ্যাটট্রিক নেইমারের

ক্রমাগত চোটে অবস্থা এমন যে নেইমারের মাঠে নামাই এখন বড় খবর। কেমন খেললেন—সে বিশ্লেষণের চেয়ে বেশি আলোচনা হয় তাঁর সুস্থতা নিয়ে। তবে আজ বাংলাদেশ সময় সকালে একটু হলেও নিজের সোনালি দিন ফিরিয়ে এনেছিলেন সান্তোস তারকা। ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্তুদের বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে সব কটি গোলই নেইমারের, অর্থাৎ হ্যাটট্রিক করেন।

বিরতির পর ৫৬, ৬৫ ও ৭৩ মিনিটে নেইমার গোল তিনটি করেন। ১৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেওয়ার পথে তাঁর শেষ গোলটি পেনাল্টি থেকে। নেইমার এর আগে সর্বশেষ হ্যাটট্রিক করেন ২০২২ সালের ৯ এপ্রিল। পিএসজির হয়ে সেদিন ক্লেঁয়ারমন্তের বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি একটি গোলও বানান নেইমার। সময়ের হিসাবে ৩ বছর ৭ মাস ২৫ দিন কিংবা মোট ১৩৩৫ দিন পর হ্যাটট্রিক পেলেন নেইমার।

হ্যাটট্রিক করেছেন যে বল দিয়ে—তা ম্যাচ শেষে স্যুভনির হিসেবে নিয়ে যান নেইমার

সম্পর্কিত নিবন্ধ