বেহাল ইন্ডিগোতে ভারতে উড়োজাহাজ পরিষেবা বিপর্যস্ত
Published: 4th, December 2025 GMT
ভারতীয় উড়োজাহাজ পরিষেবা বেহাল অবস্থায় পড়ে গেল ইন্ডিগো বিমান সংস্থার কারণে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সারা দিনে ওই সংস্থার ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। হঠাৎ কেন এই চরম অব্যবস্থা যার দরুণ যাত্রীদের হয়রান হতে হচ্ছে, তা জানতে চেয়েছে দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ‘ডিজিসিএ’।
কয়েক দিন ধরেই দেশের বড় বড় শহরের বিমানবন্দরে ‘জিপিএস স্পুফিং’ (একধরনের সাইবার হামলা) ও ‘জিএনএসএস ইন্টারফেরেন্স’–এর ঘটনা ঘটছিল। সে কারণে বিমান পরিষেবা বিঘ্নিত হচ্ছিল। কয়েক শ বিমানের সময়সূচি বদলানো হয়েছিল।
এরই মধ্যেই ঘটে যায় ইন্ডিগো বিমান সংস্থার অব্যবস্থা। ফলে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। শুধু সময়সূচি বদলই নয়, শেষ মুহূর্তে বহু উড়োজাহাজ বাতিলও করতে হয়।
এই অব্যবস্থার জন্য ইন্ডিগো সংস্থা যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। নিজেদের গাফিলতি স্বীকার করে তারা এক বিবৃতিতে বলেছে, দুই দিন ধরে সংস্থার স্বাভাবিক কাজ বেশ ব্যাহত হচ্ছে। প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান চলাচলের ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট ও বিমানকর্মীদের কাজের সংশোধিত সময়সূচির মতো কিছু অপ্রত্যাশিত কারণে পরিষেবা ব্যাহত হচ্ছে।
এসব বিষয় জানিয়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, দ্রুত পরিস্থিতির উন্নতির চেষ্টা চালানো হচ্ছে।
বিভিন্ন সূত্র অনুযায়ী, গত নভেম্বরে মাসে বিমানকর্মীদের কাজের সময়সূচি, যাকে ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন’ বলা হয়, তা সংশোধন করা হয়েছে। সংশোধিত নিয়মে একজন কর্মীকে দিনে ৮ ঘণ্টা, সপ্তাহে ৩৫ ঘণ্টা, মাসে ১২৫ ঘণ্টা এবং বছরে সর্বোচ্চ ১ হাজার ঘণ্টা কাজ করতে হবে। বিশ্রাম নেওয়া বাধ্যতামূলক।
দুই দিন ধরে ইন্ডিগোর ফ্লাইট হয় বাতিল হচ্ছে, নয়তো বিলম্ব হচ্ছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ সময়স চ ইন ড গ পর ষ ব
এছাড়াও পড়ুন:
নেগেটিভ ইক্যুইটি ও লস প্রভিশনিংয়ের সময় পাচ্ছে আরো ১১ প্রতিষ্ঠান
পুঁজিবাজারের মধ্যস্থতাকারী আরো ১১ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এই তালিকায় স্টকব্রোকার, ডিলার ও মার্চেন্ট ব্যাংকসহ একাধিক বাজার মধ্যস্থতাকারী রয়েছে।
আরো পড়ুন:
দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন প্রদানের রেকর্ড ডেট ঘোষণা
মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৮৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো-ফিন্ট্রা সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেড, বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেড, হযরত আমানত শাহ সিকিউরিটিজ লিমিটেড, জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, ওয়াইফাং সিকিউরিটিজ লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড, বিএনবি সিকিউরিটিজ লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও মিডাস ইনভেস্টমেন্ট লিমিটেড।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সভায় স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কর্তৃক কমিশনের নিকট দাখিলকৃত বোর্ড অনুমোদিত নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় সংক্রান্ত অ্যাকশন প্ল্যান বিবেচনাপূর্বক উল্লিখিত ছকের স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় করার সময়সীমা বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকাদের নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস এর প্রভিশন ও সমন্বয়ের সময়সীমা কমিশনের আদেশ (বিএসইসি/এসএমএমআইডি/এনই/এপি/২০২৫/১০৮/৬২৯; তারিখ ১৩ নভেম্বর ২০২৫) পরিপালন সাপেক্ষে বর্ধিত করার সিদ্ধান্ত হয়েছে যার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস এর বিপরীতে বর্ধিত সময়কালে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের ক্ষেত্রে স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারের নিট সম্পদের ঘাটতি সংক্রান্ত বিধান পরিপালনে সাময়িক শিথিলতা থাকবে। এতদসংক্রান্ত কমিশনের আদেশটি কমিশনের ওয়েবসাইটের ‘সিকিউরিটিজ ল’স মেনুর ‘সিকিউরিটিজ ল’স, রুলস, রেগুরেশনস সাব মেনুতে পাওয়া যাবে।
এর আগে গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত ৯৮৪তম কমিশন সভায় ২৮ প্রতিষ্ঠানকে নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তব লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি।
পরবর্তীতে ২৫ নভেম্বর অনুষ্ঠিত ৯৮৫তম কমিশন সভায় পুঁজিবাজারের মধ্যস্থতাকারী আরো ৮ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি।
ঢাকা/এনটি/এসবি