ওয়ালটন কর্মীদের জন্য ল্যাব ওয়ান হাসপাতালের ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন
Published: 4th, December 2025 GMT
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে গাজীপুরের হেলিপ্যাড মাঠে এক মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে।
বুধবার (৩ ডিসেম্বর) কোম্পানির এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি বিভাগের আয়োজনে এবং গাজীপুরের স্বনামধন্য ল্যাব ওয়ান হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “ওয়ালটন কর্তৃপক্ষ মনে করে, একজন সুস্থ কর্মীই প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। এই ভাবনা থেকেই আমরা আমাদের কর্মীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছি। কর্মীদের সর্বোচ্চ সুস্থতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।”
ক্যাম্পেইনে ল্যাব ওয়ান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন।
• সাধারণ শারীরিক পরীক্ষা রক্তচাপ, ওজন এবং উচ্চতার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা।
• ডাক্তারি পরামর্শ: বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্যগত সমস্যাগুলির বিষয়ে পরামর্শ প্রদান।
• জরুরী স্বাস্থ্য স্ক্রিনিং: বিশেষ করে রক্তের গ্রুপ সনাক্তকরণ এবং ডায়াবেটিস পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কিছু স্ক্রিনিং টেস্ট।
• স্বাস্থ্য সচেতনতা: কর্মজীবনে সুস্থ ও ফিট থাকার জন্য প্রয়োজনীয় টিপস ও নির্দেশনা প্রদান করেন তারা।
ওয়ালটনের ইএইচএস বিভাগের প্রধান মো.
ল্যাব ওয়ান হাসপাতালের পক্ষ থেকে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, "ওয়ালটনের মতো একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের হাজারো কর্মীর স্বাস্থ্যসেবার অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, আমাদের দেওয়া পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা কর্মীদের দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য সহায়ক হবে। স্বাস্থ্যকর শিল্প পরিবেশ বজায় রাখতে ওয়ালটনের এই পদক্ষেপ অন্যদের জন্যও অনুপ্রেরণা।”
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কর্মীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে পারেন এবং মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।
এছাড়া, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. কাউসার উদ্দীন চৌধুরি, প্রশাসন বিভাগীয় প্রধান তানভির আহমেদ এবং ওয়ালটন মেডিক্যাল সেন্টারের ইনচার্জ সাজ্জাদ হোসেন লেলিন সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন।
ঢাকা/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ক য ম প ইন র কর ম দ র র জন য আম দ র পর ক ষ
এছাড়াও পড়ুন:
চাটমোহরে মহিলা দলের দুই কর্মী গ্রেপ্তার
ছিনতাই ও হত্যাচেষ্টা মামলায় জাতীয়তাবাদী মহিলা দল পাবনার চাটমোহর উপজেলা শাখার দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আসামিদের আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি ও পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) এবং একই বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।
আরো পড়ুন:
আট কুকুরছানা হত্যায় মামলা, সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার
ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, জরিমানা-মামলা
এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা। গত ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচিতে যোগ দিতে যান তিনি। পূর্ব বিরোধের জেরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারধর করে আহত করেন। ওই ঘটনায় তিনি বাদী হয়ে গ্রেপ্তার দুই দুইজনসহ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যাচেষ্টা মামলা করেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, পাবনার আমলী আদালত-০৪ এর সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামি রহিমা রেজা ও বুড়ি সরকার। পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।” তাদের বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ঢাকা/শাহীন/মাসুদ