মনোনয়ন না পাওয়ার দুঃখ ভুলে বিএনপির হয়ে কাজ করার আহ্বান
Published: 4th, December 2025 GMT
বিএনপির নমিনেশন চেয়ে যারা পাননি তাদের দুঃখ ভুলে দলের হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর শহরের পালংবাজারে গণসংযোগকালে এ আহ্বান জানান তিনি।
সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘‘বিএনপি বড় দল। ফলে একের অধিক মনোনয়ন প্রত্যাশী থাকাটাই স্বাভাবিক। কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সবাইকে মনোনয়ন দেয়া সম্ভব নয়। এ কারণে যারা মনোনয়ন চেয়ে পাননি তারা যেন রাগ-ক্ষোভ না করে, দলের হয়ে কাজ করেন।’’
তিনি আরও বলেন, ‘‘আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। সবার সমর্থন নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। যারা দলকে ভালোবাসেন তারা অবশ্যই দলের হয়ে কাজ করবেন।’’
এ সময় সাঈদ আহমেদ আসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে পালং বাজারে গণসংযোগ করেন। সবাইকে বিএনপিকে জয়যুক্ত করার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরে-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সাঈদ আহমেদ আসলামের। তার গ্রামের বাড়ি সংসদীয় আসন-৩ (ডামুড্যা-গোসাইরহাট) এলাকায়। এদিকে সাবেক তিনবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সরদার কালুকে মনোনয়ন না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পক্ষের নেতাকর্মীরা। তারা আসনের মনোনয়ন পুনরায় বিবচনার জন্য বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।
ঢাকা/আকাশ//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র ক জ কর আহ ব ন
এছাড়াও পড়ুন:
মাদক সেবনের প্রতিবাদে শিক্ষার্থীর ওপর হামলা, মহাসড়ক অবরোধ
মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদক সেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন সম্রাট (২০) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে বহিরাগত কয়েকজন যুবক। এ ঘটনার প্রতিবাদে তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যায় কলেজ গেট এলাকায় মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর কলেজের মাঠে কয়েকজন বহিরাগত যুবক মাদক সেবন করছিল। এ সময় শিক্ষার্থী ইকবালসহ কয়েকজন প্রতিবাদ জানালে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জেরে বুধবার বিকেলে মাঠে খেলতে গেলে ইকবালকে একা পেয়ে তারা বেদম মারধর করে। পরে গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রতিবাদে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, সীমানা নির্ধারণ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের শিক্ষক-কর্মচারীরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, ‘‘শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং শান্ত থাকতে অনুরোধ জানায়। পরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ শিক্ষার্থীদের দাবি মেনে নিলে তারা অবরোধ তুলে নেয়।’’
ঢাকা/বেলাল//