রদ্রিগো চাইলে এমবাপ্পেকে বলতে পারেন, ‘একটা গোল হবে ভাই’
Published: 4th, December 2025 GMT
একটা গোল হবে ভাই—রদ্রিগো চাইলে কিলিয়ান এমবাপ্পের কাছে এই আকুতি জানাতে পারেন। রাজার রত্নভান্ডার থেকে এক টুকরা সোনা দিলে যেমন সম্পদ কমে না, একইভাবে এমবাপ্পে যদি এখন রদ্রিগোকে দু–একটি গোল দিয়েও দেন, তাতে কোনো ক্ষতিবৃদ্ধি হয়তো হবে না। কিন্তু ফুটবলে এই নিয়ম নেই। তাই চাইলেও এমবাপ্পের পক্ষে রদ্রিগোকে গোল দেওয়া সম্ভব নয়। ব্রাজিলিয়ান এই তারকাকে দুর্দশা মেনে নিয়ে তাই আপাতত গোলের অপেক্ষাতেই থাকতে হচ্ছে।
রদ্রিগোর গোলখরার ৯ মাস পূর্ণ হলো আজ। মার্চের ৪ তারিখ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় সর্বশেষ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। সেটি ছিল রিয়ালের জার্সিতে তাঁর ৬৮তম গোল।
এর পর থেকে গোলের জন্য প্রহর গুনে চলেছেন তিনি। কিন্তু সোনার হরিণ হয়ে ওঠা গোল যেন ধরাই দিচ্ছে না। সব মিলিয়ে রদ্রিগো গোলহীন আছেন ৩১ ম্যাচ ও ১ হাজার ৩৫১ মিনিট। যেখানে তাঁর ৩১ ম্যাচে গোলহীন থাকার ঘটনা ভুলে যাওয়ার মতো একটি রেকর্ডও বটে, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোলহীন থাকার রেকর্ড।
আরও পড়ুনচলছে এমবাপ্পে-জাদু, জয়ে ফিরল রিয়াল৬ ঘণ্টা আগেএর আগে জিরোনার বিপক্ষে গোলশূন্য থেকে রদ্রিগো স্পর্শ করেছিলেন মারিয়ানো দিয়াসের ৩০ ম্যাচে গোলহীন থাকার রেকর্ডকে। গতকাল রাতে বিলবাওয়ের বিপক্ষে সেটি ছাড়িয়ে গেছেন তিনি।
৩১ ম্যাচ ধরে গোল পান না রদ্রিগো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হবিগঞ্জে নারী উদ্যোক্তা মেলায় সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জে শায়েস্তানগরে নারী উদ্যোক্তা মেলায় দু’দল তরুণের ঝগড়ার জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে শায়েস্তানগরের মহব্বত কমিউনিটি সেন্টারের সামনে শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
কয়েকদিন ধরেই মহব্বত কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা মেলা চলছিল। সন্ধ্যায় পটকা ফাটানো নিয়ে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দু’দল তরুণের মধ্যে ঝগড়া শুরু হয়। রাত ১০টার দিকে তরুণদের পক্ষ নিয়ে এলাকাবাসীরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্প এবং সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোহনপুর এলাকার বাসিন্দারা জানান, শায়েস্তানগরের কয়েকজন তরুণ মোহনপুরে গিয়ে পটকা ফাটায়। পরে মোহনপুরের লোকজন ঘটনা জানার জন্য প্রধান সড়কে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।
বৃহস্পতিবার সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘‘রাতে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/মামুন//