টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন ঘিরে মধুপুর শহরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় দুটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে তিনজন আহত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর বাসস্ট্যান্ডে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর অনুসারীরা।

আরো পড়ুন:

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

জবি ছাত্রদলের ২ গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১২

সন্ধ্যায় বাসস্ট্যান্ডে গেলে মনোনয়ন পাওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় লাইফ কেয়ার হাসপাতাল ও এশিয়া হসপিটাল ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।

সংঘর্ষের সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, পরিস্থিতি এখন  নিয়ন্ত্রণে রয়েছে। 
 

ঢাকা/কাওছার/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত ব এনপ র স ঘর ষ

এছাড়াও পড়ুন:

একই দিনে একই মাঠে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা

কুমিল্লা–৬ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ও মনোনয়নপ্রত্যাশী দুই নেতার পক্ষে একই স্থানে সমাবেশ ডাকা হয়েছে। ঐতিহাসিক টাউন হল মাঠে (বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন মাঠ) পাশাপাশি স্থানে দুই পক্ষই মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ করছে। আগামীকাল বৃহস্পতিবারের এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। তিনি আগামীকাল টাউন হল মাঠে জনসভার ঘোষণা দিয়েছেন। একই দিন একই মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন এই আসনে দলের মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিন–উর–রশিদের (ইয়াছিন) অনুসারীরা।

মনিরুল হক চৌধুরী ও আমিন–উর–রশিদের অনুসারীরা মাঠ বরাদ্দের জন্য টাউন হল কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন। এর মধ্যে মনিরুল হক চৌধুরীর পক্ষে মাঠ বরাদ্দের ফি জমা দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ বুধবার বিকেলে এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একই দিনে টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে আমরাও উদ্বিগ্ন। মনিরুল হক চৌধুরীর লোকজন আবেদন আগে করেছেন আর আমিন–উর–রশিদ ইয়াছিনের লোকজন কিছুটা পরে করেছেন। তবে আশা করছি, তাঁরা নিজেরাই বিষয়টি সমঝোতা করে নেবেন। এ ছাড়া দুই পক্ষকে সকালে ও বিকেলে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আশা করছি, তাঁরা বিষয়টি মেনে নিয়ে কর্মসূচি পালন করবেন।’

দলীয় সূত্র জানায়, মনিরুল হক চৌধুরীর পক্ষ জনসভা ডেকেছে বেলা দুইটায়। আর আমিন–উর–রশিদের অনুসারীরা কর্মসূচি ডেকেছেন সকাল ১০টায়।

আজ বিকেলে সরেজমিনে দেখা গেছে, টাউন হল মাঠের পূর্ব–উত্তর পাশে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে আমিন–উর–রশিদের পক্ষের মঞ্চ প্রস্তুত ও প্যান্ডেল তৈরির কাজ চলছে। আর মাঠের মাঝখানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের সামনে মনিরুল হক চৌধুরীর পক্ষ মঞ্চ তৈরির কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবির প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষই বিএনপির। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এক পক্ষ সকালে এবং এক পক্ষ বিকেলে করবে বলে আশা করছি।’

৩ নভেম্বর ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সময় কুমিল্লা–৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। ওই দিন থেকেই আমিন–উর–রশিদের অনুসারী নেতা–কর্মীরা টানা ১১ দিন বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

সম্পর্কিত নিবন্ধ