COP–এর পূর্ণরূপ হলো Conference of the Parties. এর উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাধান, নীতিনির্ধারণ, প্রতিশ্রুতি নির্ধারণ ও বাস্তবায়ন পর্যবেক্ষণ করা। প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে জার্মানির বন শহরে। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠিত হয় কপ২৯।

প্রশ্ন ১: কপ৩০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: বেলেম, ব্রাজিল।
প্রশ্ন ২: কপ৩০ সম্মেলন শুরু হয় কত তারিখ?
উত্তর: ১০ নভেম্বর ২০২৫।
প্রশ্ন ৩: কপ৩০ সম্মেলন কত তারিখে শেষ হয়?
উত্তর: ২২ নভেম্বর ২০২৫ (২১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলও এক দিন সময় বৃদ্ধি করা হয়)।
প্রশ্ন ৪: কপ৩০–এর স্লোগান কী?
উত্তর: Global Mutirão (বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা)। Mutirão একটি ব্রাজিলীয় পর্তুগিজ শব্দ, যার অর্থ হলো মানুষের স্বেচ্ছাসেবী, সমন্বিত ও একসঙ্গে কাজ করা।

আরও পড়ুনসরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১২ ঘণ্টা আগে

প্রশ্ন ৫: কপ৩০–এর থিম কী?
উত্তর: অভিযোজন (Adaptation), নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর (Energy Transition), জলবায়ু অর্থায়ন (Climate Finance) এবং সামাজিক ন্যায়বিচার (Social Justice).


প্রশ্ন ৬: কপ৩০ সম্মেলনে কতটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছে?
উত্তর: ১৯৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন।
প্রশ্ন ৭: কপ৩০–তে কতজন প্রতিনিধি অংশ নিয়েছেন?
উত্তর: প্রায় ৫৬ হাজার।
প্রশ্ন ৮: পরবর্তী কপ সম্মেলন (কপ৩১) কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: তুরস্ক (সম্ভাব্য সাল ২০২৬)।
প্রশ্ন ৯: বেলেম সম্মেলনের সর্বাধিক আলোচিত বিষয় কী ছিল?
উত্তর: জ্বালানিব্যবস্থার ন্যায্য রূপান্তর।
কপ৩০–এর গুরুত্বপূর্ণ দিকসমূহ

জ্বালানি: কপ২৮–এর ‘ফসিল জ্বালানি থেকে সরে আসার’ সিদ্ধান্তই শুধু পুনর্ব্যক্ত হলো, নতুন বা শক্তিশালী চুক্তি যোগ হয়নি। ব্রাজিল আলাদা করে একটি স্বেচ্ছা ‘রোডম্যাপ’ দিলেও তা মূল চুক্তির বাইরে।

অর্থায়ন: ২০৩৫ সালের মধ্যে জলবায়ু অভিযোজন তহবিল তিন গুণ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই অর্থ কতটা সরকারি আর কতটা বেসরকারি, তা পরিষ্কার নয়। ধনী দেশগুলো আগের প্রতিশ্রুতিতেও পিছিয়েছে।

প্রকৃতি ও বন: ব্রাজিল ১২৫ বিলিয়ন ডলার তহবিলের ‘Tropical Forests Forever Facility’ চালু করেছে বন রক্ষায় উৎসাহ দিতে। ব্রাজিলের প্রস্তাবিত বন উজাড় রোধের রোডম্যাপও চূড়ান্ত চুক্তিতে জায়গা পায়নি।

আরও পড়ুনঅস্ট্রেলিয়ায় পড়াশোনা: ভিসা–জটিলতা এড়াতে শিক্ষার্থীদের যে নতুন নির্দেশনা০৩ ডিসেম্বর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ত

এছাড়াও পড়ুন:

কে হচ্ছেন ২০২৫ সালের সর্বোচ্চ গোলদাতা

শেষ হওয়ার পথে ২০২৫ সাল। ফুটবলেও বছরটা ছিল নানা রোমাঞ্চকর ঘটনায় ভরপুর। তবে এ বছর একটি ঘটনা প্রায় নিয়মিতই দেখা গেছে—কিলিয়ান এমবাপ্পের ম্যাচের পর ম্যাচে গোল করে যাওয়া।

দলীয় সাফল্যে তেমন কিছু যোগ না হলেও বছরজুড়ে নিয়মিত গোল পেয়েছেন এমবাপ্পে। যার ফলে এমবাপ্পে এখন ২০২৫ সালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে। যেখানে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এমবাপ্পের গোল সংখ্যা এখন পর্যন্ত ৬০। এ বছর এখন পর্যন্ত এমবাপ্পেই সর্বোচ্চ গোলদাতা।

প্রথমে ক্লাবের পারফরম্যান্সের দিকে তাকানো যাক। রিয়ালের হয়ে এমবাপ্পে চলতি বছর এখন পর্যন্ত করেছেন ৫৪ ম্যাচে ৫৩ গোল। এর মধ্যে ২৩ গোলই এসেছে চলতি মৌসুমে। চলতি মৌসুমে রিয়ালের মোট গোলের (৪১ গোল) ৫৬ শতাংশ এসেছে এমবাপ্পের কাছ থেকে। ২০২৪ পঞ্জিকা বর্ষে এমবাপ্পের গোল সংখ্যা ৫৩। ফ্রান্স জাতীয় দলের হয়ে এ বছর ৭ গোল করেছেন এমবাপ্পে।

আরও পড়ুনগোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই০১ নভেম্বর ২০২৫

এবার গোলসংখ্যা আরও অনেক বাড়ানোর সুযোগ আছে এমবাপ্পের। বছর শেষ হওয়ার আগে ডিসেম্বরে ক্লাবের হয়ে আরও ৫টি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই ফরাসি তারকা।

ম্যাচের পর ম্যাচে গোল করে চলেছেন এমবাপ্পে

সম্পর্কিত নিবন্ধ

  • আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (০৪ ডিসেম্বর ২০২৫)
  • বিইউপিতে এমডিএস-প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (৩ ডিসেম্বর ২০২৫)
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে ফরম পূরণের সময় বৃদ্ধি
  • খুলনায় সেতুর নির্মাণকাজ চালুর দাবিতে ‘১ ঘণ্টা অচল’ কর্মসূচি বুধবা
  • লন্ডনের হিথরো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো
  • এবার প্রাথমিকের শিক্ষকদের ‘তালাবদ্ধ’ কর্মসূচির হুমকি
  • কে হচ্ছেন ২০২৫ সালের সর্বোচ্চ গোলদাতা