যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ চলাকালে মার্কিন বিমানবাহিনীর থান্ডারস্টর্ম দলের একটি এফ-১৬সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন এবং স্থিতিশীল অবস্থায় আছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ফিফটি সেভেনথ উইং এসব তথ্য দিয়েছে।

নেভাদার নেলিস বিমানঘাঁটিতে অবস্থানরত থান্ডারবার্ডস হলো মার্কিন বিমানবাহিনীর প্রধান বিমান প্রদর্শনী দল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে থান্ডারবার্ডস বলেছে, ‘২০২৫ সালের ৩ ডিসেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ক্যালিফোর্নিয়ায় নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রশিক্ষণ মিশন চলার সময় থান্ডারবার্ডসের একজন পাইলট এফ-১৬সি ফাইটিং ফ্যালকন বিমান থেকে নিরাপদে বের (জরুরি মুহূর্তে বিশেষ কায়দায় উড়োজাহাজ থেকে বের হয়ে আসা) হয়ে এসেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন এবং তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ফিফটি সেভেনথ উইং পাবলিক অ্যাফেয়ার্স অফিস থেকে এ–সংক্রান্ত আরও তথ্য প্রকাশ করা হবে।’

আরও পড়ুনক্যালিফোর্নিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত০৯ জুলাই ২০২৩

স্যান বার্নার্ডিনো কাউন্টির ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, স্যান বার্নার্ডিনো-ইনিও কাউন্টির সীমারেখার কাছে একটি বিমান জরুরি অবস্থার মধ্যে পড়েছে—এমন খবর পাওয়ার পর স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটের দিকে বিভিন্ন ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা করে। ট্রোনা এলাকায় একটি শুষ্ক হ্রদে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নেভাল এয়ার ওয়েপন্স স্টেশন চায়না লেকের জরুরি কর্মীদের সঙ্গে যৌথভাবে আগুন নেভাতে সহযোগিতা করে।

ওই যুদ্ধবিমানে পাইলট একাই ছিলেন। তাঁর আঘাত প্রাণঘাতী নয়। তাঁকে ঘটনাস্থলে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুনএরিয়া-৫১ সত্যি বলে স্বীকার করল যুক্তরাষ্ট্র১৭ আগস্ট ২০১৩.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ধ বস ত অবস থ প ইলট

এছাড়াও পড়ুন:

একঝলক (৪ ডিসেম্বর ২০২৫)

ছবি: সোয়েল রানা

সম্পর্কিত নিবন্ধ