আরো ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
Published: 4th, December 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আরো পড়ুন:
খালেদা জিয়ার চিকিৎসা: এভারকেয়ারের সামনে থেকে গুজবের ছড়াছড়ি
আমার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ: রেজা কিবরিয়া
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আসনগুলো হলো: ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সীগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।
বিস্তারিত আসেছে.
.
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ
এছাড়াও পড়ুন:
হবিগঞ্জে নারী উদ্যোক্তা মেলায় সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জে শায়েস্তানগরে নারী উদ্যোক্তা মেলায় দু’দল তরুণের ঝগড়ার জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে শায়েস্তানগরের মহব্বত কমিউনিটি সেন্টারের সামনে শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
কয়েকদিন ধরেই মহব্বত কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা মেলা চলছিল। সন্ধ্যায় পটকা ফাটানো নিয়ে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দু’দল তরুণের মধ্যে ঝগড়া শুরু হয়। রাত ১০টার দিকে তরুণদের পক্ষ নিয়ে এলাকাবাসীরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্প এবং সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোহনপুর এলাকার বাসিন্দারা জানান, শায়েস্তানগরের কয়েকজন তরুণ মোহনপুরে গিয়ে পটকা ফাটায়। পরে মোহনপুরের লোকজন ঘটনা জানার জন্য প্রধান সড়কে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।
বৃহস্পতিবার সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘‘রাতে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/মামুন//