অনৈতিক সম্পর্কের জেরে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
Published: 4th, December 2025 GMT
সিরাজগঞ্জের তাড়াশে অনৈতিক সম্পর্কের জের ধরে আয়নাল হক (৪৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর সঙ্গে জড়িত থাকায় প্রেমিকার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়নাল হকের মৃত্যু হয়। এর আগে বুধবার বিকেলে তাড়াশ উপজেলার দেশীগ্রাম উত্তর পাড়ায় তাকে পেটানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন—দেশীগ্রাম উত্তর পাড়ার বাহের আলীর ছেলে আমির হোসেন ও নুরুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর পাড়ার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুন ও পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের মধ্যে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল। বুধবার বিকেলে আয়নাল হক তার প্রেমিকা সাকিরুনের বাড়িতে যান। বিষয়টি টের পেয়ে সাকিরুনের বাবা ও ভাইসহ কয়েকজন আয়নালকে আটকে মারধর করেন। আয়নাল হকের পরিবারের লোকজন তাকে নিয়ে সাকিরুনের বাড়িতে হামলার উদ্দেশ্যে গেলে সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হন আয়নাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে আয়নাল হক মারা যান।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/অদিত্য/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে পরিবার পরিকল্পনা সহকারীদের কর্মবিরতি
নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবার পরিকল্পনা সহকর্মীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। এসময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
ঝালকাঠিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের কর্মবিরতি
আন্দোলনকারীরা জানান, গত ২৬ বছরে ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। আন্দোলন আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা পরিদর্শক নরোত্তম মন্ডল, শেখ রায়হান, ফয়সাল হোসাইন, পরিবার কল্যাণ পরিদর্শিকা সালমা আক্তার, পরিবার কল্যাণ সহকারী স্মৃতি রানী আশ্চার্য।
ঢাকা/বাদল/মাসুদ