চার বছর সম্পর্কে থাকার পর বয়সে ছোট ম্যাক্স মোরান্দোরের সঙ্গে বাগদান সেরেছেন মার্কিন গায়িকা মাইলি সাইরাস—গত ১ ডিসেম্বর থেকে এই গুঞ্জন উড়ছে। তবে মুখে কুলুপ এঁটেছিলেন বিশ্বখ্যাত এই সংগীতশিল্পী। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বাগদানের কথা স্বীকার করলেন ৩৩ বছর বয়সি মাইলি। 

মাইলির পরবর্তী সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এ সিনেমায় তার ‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানটি ব্যবহার করা হয়েছে। সিনেমাটির প্রচারের সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপলের সঙ্গে কথা বলেন এই শিল্পী। 

মাইলি সাইরাসের হবু বর ম্যাক্স ‘লিলি’ ব্যান্ডের ড্রামার। ২৭ বছর বয়সি প্রেমিকের সঙ্গে জীবনের নতুন ধাপে পা রাখার ক্ষেত্রে কোন বিষয়টি মাইলিকে বিস্মিত করেছে? এ প্রশ্ন রাখা হলে মাইলি বলেন, “যে বিষয়টি আমি শেয়ার করতে পারি, তা হলো—আমাদের গোপনীয়তা এবং সবকিছু ছোট করে রাখার ব্যাপারটি। আমি বিস্মিত। কারণ আমরা সত্যি সেটা করতে পেরেছি। এতে করে নিজেদের পছন্দমতো সিদ্ধান্ত নিতে পেরেছি।”

ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটা রক্ষণশীল মাইলি সাইরাস বলেন, “কী শেয়ার করব আর কী করব না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা নিয়ে এখন আরো বেশি রক্ষণশীল হয়েছি।”

‘অ্যাভাটার’ সিনেমার থিমের সঙ্গে মাইলি সাইরাসের ব্যক্তিগত জীবন মিলে যায়। কারণ এই সিনেমা ভালোবাসা, পারিবারিক সহশীলতা, দৃঢ়তা এবং একসঙ্গে থাকার শক্তিশালী ধারণা নিয়ে তৈরি। তিনবারের গ্র্যামিজয়ী এই শিল্পী বলেন, “আমার মনে হয়, এটা আমার সঙ্গে নিখুঁতভাবে মিলে যায়। আমার জীবনের বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

গত ১ ডিসেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাভাটর: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিত হন মাইলি সাইরাস ও ম্যাক্স। তারপর তাদের বাগদানের গুঞ্জন চাউর হয়। রেড কার্পেটে ছবি তোলার সময় মাইলি সাইরাসের হাতের আঙুলে ঝলমলে একটি আংটি দেখা যায়। গত ২৩ নভেম্বর, মাইলির জন্মদিনে তার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে এই আংটি প্রথমবার দেখা যায়, তবে এটা বাগদানের আংটি কি না তা তখন নিশ্চিত হওয়া যায়নি।

ফ্রান্সেস্কা সাইমন্সের ফ্রান্সেস্কা সাইমন্স কনসলটিংয়ের প্রতিনিধি জুয়েলারি ডিজাইনার জ্যাকি আইশ পিপলকে বলেন, “মাইলির আংটিটি আমারই তৈরি। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে কুশন–কাট পাথর এবং ১৪ ক্যারেটের হলুদ সোনার ব্যান্ড ব্যবহার করা হয়েছে।”

জুয়েলারি বিশেষজ্ঞরা ধারণা করছেন—আংটিটির দাম প্রায় ৪ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৪৮ লাখ টাকার বেশি) পর্যন্ত হতে পারে।

২০২১ সালের ডিসেম্বর ম্যাক্সের সঙ্গে মাইলি সাইরাসের প্রেমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়। মায়ামিতে এনবিসির ছুটির বিশেষ অনুষ্ঠানের ব্যাকস্টেজে ঘনিষ্ঠ অবস্থায় তাদের ছবি তোলা হয়। ২০২২ সালের এপ্রিলে ওয়েস্ট হলিউডে তাদের চুম্বনরত অবস্থায় দেখা গেলে দুজনের রোমান্স প্রকাশ্যে আসে।

গত সেপ্টেম্বরে দ্য কাট-কে দেওয়া সাক্ষাৎকারে মাইলি সাইরাস তার বর্তমান বাগদত্তাকে নিয়ে বলেন, “শেষ পর্যন্ত আমি এমন একজন মানুষের সঙ্গে এসেছি, যে আমাকে ভীষণ মূল্য দেয়, আমাকে খুব সম্মান করে।” কেবল তাই নয় ৬ বছরের ছোট ম্যাক্সকে ‘দারুণ হট’ বলে মন্তব্য করেন মাইলি। 

মাইলি সাইরাসের প্রেমিকের তালিকা দীর্ঘ। এর আগে অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মাইলি। ‘দ্য লাস্ট সং’ সিনেমার শুটিং সেটে পরিচয় হয় তাদের। তারপর প্রেম, এক দশক চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ে করেন তারা। ২০২০ সালে ভেঙে যায় এই সংসার। এবার ম্যাক্সের সঙ্গে মাইলির অসম প্রেম পরিণয় পেতে যাচ্ছে। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্রেমিকের সঙ্গে বিদেশে অবসর যাপন, ব্যক্তিগত জীবন নিয়ে অকপট তারা

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। জোর গুঞ্জন উড়ছে, নতুন প্রেমে মজেছেন তিনি। তার প্রেমিক অন্য কেউ নন, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি, অভিনেতা বীর পাহাড়িয়া।

তারা-বীরের প্রেম নিয়ে ফিসফাস অনেক দিন ধরেই চলছে। কয়েক মাস আগে প্রমোদতরীতে একসঙ্গে ছুটি কাটান এই যুগল। কয়েক দিন আগে প্রেমিকের সঙ্গে মালদ্বীপে জন্মদিন উদযাপন করে হইচই ফেলে দেন এই অভিনেত্রী। 

আরো পড়ুন:

ভয়াবহ সেই সড়ক দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন পবনদীপ

শাহরুখের নম্বরপত্র ভাইরাল, কোন বিষয়ে কত পেয়েছেন?

তারা-বীরের বিদেশে ছুটি কাটানোর নানা মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ নিয়ে মাথাব্যথা নেই তারা-বীরের। ব্যক্তিগত জীবন নিয়ে হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন তারা সুতারিয়া। এ অভিনেত্রী বলেন, “আমি আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে খুবই রক্ষণশীল; যা শেয়ার করতে স্বাচ্ছন্দ বোধ করি, কেবল তাই শেয়ার করি, বাকি সব আমি রেখে দিই।” 

২০১৯ সালে বলিউডে অভিষেক হয় তারা সুতারিয়ার। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে শিখেছেন, সবকিছু ব্যক্তিগতভাবে নিতে নেই। এ অভিনেত্রী বলেন, “আমি খ্যাতির সঙ্গে আসা নজরদারি ও মনোযোগকে সৌজন্য ও দূরদৃষ্টির সঙ্গে সামলাই। আমি শিখেছি সবকিছু ব্যক্তিগতভাবে নিতে হয় না, তবে মনোযোগটা ভালোবাসার দিকে দিতে হয়।” 

জনসাধারণের মনোযোগ অত্যধিক হলে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা তাকে সাহায্য করেন। এ তথ্য উল্লেখ করে তারা সুতারিয়া বলেন, “এ পরিস্থিতিতে একটু দূরে সরে আসি, বিচ্ছিন্ন হয়ে যাই এবং নিজের কেন্দ্রে ফিরে আসি। এ সময়ে আমার পরিবার, ঘনিষ্ঠ বন্ধুরাই আমাকে স্থির ও সুস্থ রাখে।” 

এর আগে দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের মার্চ মাসে ল্যাকমে ফ্যাশন উইকে শো-স্টপার হয়ে প্রথমবার একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন তারা-বীর। এ মঞ্চে তাদের মাঝে প্রেমের ঝলক দেখা দেয়। গত জুলাই মাসের দিকে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বীর-তারা দুই মাসের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন।   

এর আগে অভিনেতা আদর জেইনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা সুতারিয়া। সুযোগ পেলেই এ জুটি ছুটি কাটাতে উড়ে যেতেন বিদেশে। ছুটি কাটানোর ছবিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে। তবে ২০২৩ সালের জানুয়ারিতে ভেঙে যায় এই সম্পর্ক। এরপর গুঞ্জন চাউর হয়, ‘জিসম টু’খ্যাত অভিনেতা অরুণোদয় সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ নিয়ে কোনো কথা বলেননি এই যুগল। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • যমজ টাপুর টুপুরের নতুন অভিজ্ঞতা
  • বাউল–বিরোধিতার আড়ালে চলছে গ্রামের অর্থনীতি দখলের লড়াই
  • প্রেমিকের সঙ্গে বিদেশে অবসর যাপন, ব্যক্তিগত জীবন নিয়ে অকপট তারা
  • নায়িকা-পরিচালক কেন প্রেমে পড়েন?
  • গোপন বিয়ের ছবি প্রকাশ করলেন সামান্থা
  • সেই প্রেমিককে বিয়ে করলেন সামান্থা?