নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবার পরিকল্পনা সহকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। এসময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ঝালকাঠিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের কর্মবিরতি

আন্দোলনকারীরা জানান, গত ২৬ বছরে ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। আন্দোলন আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা পরিদর্শক নরোত্তম মন্ডল, শেখ রায়হান, ফয়সাল হোসাইন, পরিবার কল্যাণ পরিদর্শিকা সালমা আক্তার, পরিবার কল্যাণ সহকারী স্মৃতি রানী আশ্চার্য।

ঢাকা/বাদল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র কর ম

এছাড়াও পড়ুন:

কাউন্টারে টিকিট দিল, টাকাও নিল; কিন্তু পরীক্ষা হচ্ছে না

ক্যানসারে আক্রান্ত মাকে কেমোথেরাপি দিতে হবে। এর আগে করতে হবে নানা পরীক্ষা-নিরীক্ষা। এ কারণে নোয়াখালীর হাতিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন সিএনজিচালিত অটোরিকশার চালক মো. ইসমাইল। কিন্তু সকাল থেকে টানা তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মায়ের পরীক্ষা করাতে পারেননি তিনি। হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কারণে দূর থেকে এসেও ভোগান্তিতে পড়তে হয়েছে তাঁকে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগের সামনে কথা হয় মো. ইসমাইলের সঙ্গে। তিনি বলেন, ‘২০ দিন আগে মায়ের খাদ্যনালিতে অস্ত্রোপচার হয়েছে। এবার কেমোথেরাপি দেওয়ার জন্য কিছু পরীক্ষা করাতে হবে। এ জন্য হাসপাতালের কাউন্টারে টিকিট দিল, টাকাও নিল; কিন্তু পরীক্ষা হচ্ছে না। সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি।’  

ইসমাইলের মতো এমন অসংখ্য রোগীর স্বজন ও রোগীকে দেখা গেল বহির্বিভাগের প্যাথোলজি ল্যাবের সামনে। তাঁদের অধিকাংশই সকাল ৮টা বা ৯টা থেকে অপেক্ষা করছেন। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আজ ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এ কারণে সেবা নিতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

সেবা নিতে শিশু কোলে কয়েক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন এই মা। আজ বৃহস্পতিবার সকালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন বিভাগে

সম্পর্কিত নিবন্ধ