ইসরায়েলিদের বাধায় নিজেদের জমিতে যেতে পারেন না ফিলিস্তিনিরা, বিপর্যয়ে জলপাইশিল্প
Published: 4th, December 2025 GMT
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কৃষকদের জীবনে এবার নেমে এসেছে এক ভয়াবহ বিপর্যয়। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিরন্তর আক্রমণ, জমিতে প্রবেশে সামরিক নিষেধাজ্ঞা ও খরা—এই তিনের সম্মিলিত প্রভাবে ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী জলপাই ফসল সংগ্রহ অতীতের সব রেকর্ড ভেঙে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে। শত শত বছর ধরে যে জলপাই ফিলিস্তিনি সমাজের মেরুদণ্ড ও জীবিকার উৎস, তা আজ চরম সংকটের মুখে।
পূর্বপুরুষের জমিতে প্রবেশ নিষিদ্ধ: নীরব জলপাইবাগান
দেইর আম্মার গ্রামের উসমান বাদাহা পরিবারের মতো অনেকেই আজ অসহায়। যে জমি থেকে প্রজন্ম ধরে তাঁরা ফসল তুলেছেন, গান গেয়েছেন এবং পিকনিক করেছেন, এখন তাঁরা সেই জমিতে যেতে পারছেন না।
সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের লাগাতার হুমকি এবং ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া বারবার ‘সামরিক এলাকা বন্ধ’ এমন নির্দেশের কারণে ফিলিস্তিনিদের জলপাইবাগানগুলো কাটা যায়নি, ছাঁটা যায়নি। ফলে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে।
৬৭ বছর বয়সী ফিলিস্তিনি ইউসুফ দার আল-মুসা বলেন, তাঁর ৪৫০টির বেশি জলপাইগাছ থাকা জমিতে প্রবেশ করতে গেলে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা তাঁকে বন্দুকের বাট দিয়ে পিটিয়েছে। তাদের বেধড়ক পিটুনিতে তিনি গুরুতর আহত হয়েছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এই জমি আমার। আমি আমার বাবা, দাদা, তাঁর দাদার কাছ থেকে পেয়েছি। তোমরা কে, কোথা থেকে এসেছ?’
ইউসুফের পরিবারের আয়ের প্রধান উৎস ছিল জলপাই তেল বিক্রি। কিন্তু এই বছর তাঁর কোনো জলপাই তেল নেই। তিনি জানান, ‘জমি আমাদের জীবন.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জলপ ই
এছাড়াও পড়ুন:
১ সপ্তাহে ১৩ সেঞ্চুরি: আইপিএল নিলামের আগে চার–ছক্কার মহড়া
শুরুটা করেছিলেন উর্বিল প্যাটেল। ব্যস, এরপর যেন বাঁধ ভেঙে গেল! ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এখন রোজই কেউ না কেউ ব্যাট হাতে বেধড়ক পেটাচ্ছেন বোলারদের।
কখনো অভিষেক শর্মার ব্যাটে ঝড় উঠছে, কখনোবা তাণ্ডব চালাচ্ছেন কিশোর বৈভব সূর্যবংশী। এমনকি নিজেকে প্রমাণের অপেক্ষায় থাকা সরফরাজ খান কিংবা অভিমন্যু ঈশ্বরনরাও পিছিয়ে নেই। সবাই যেন পাল্লা দিয়ে বোলারদের সীমানার ওপারে আছড়ে ফেলছেন।
ভারতের ক্রিকেটারদের কাছে সৈয়দ মুশতাক আলী ট্রফি শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি আইপিএলের টিকিট পাওয়ার বড় মঞ্চ। এখানে নজরকাড়া কিছু করতে পারলেই নিলামে দল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ।
চেন্নাইয়ের জার্সিতে উর্বিল প্যাটেল