পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) থেকে লোকসানে নেমেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)  সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.

২৯) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০১ টাকা। ফলে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

আলোচ্য সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (১.৫১) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (২২.৬২) টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমরেয় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.৯৮ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রথম প র ন ত ক প রক শ

এছাড়াও পড়ুন:

লন্ডনের হিথরো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আলোচনার মধ্যে ৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

লিংক: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

দাবিকৃত ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে ‘ব্যারিস্টার জাইমা রহমান’ নামে একটি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভিডিওটিতে প্রায় ১০ হাজার প্রতিক্রিয়া, ২ হাজার মন্তব্য এবং প্রায় ১০ হাজার শেয়ার দেখা যায়।

প্রোফাইলটি পর্যালোচনা করে দেখা গেছে, ১৬ এপ্রিল ২০২৫ সালে প্রোফাইল চালু হয়। ব্যবহারকারী নিজের অবস্থান হিসেবে মিরপুর, ঢাকা উল্লেখ করেছেন।

প্রোফাইলের কভার ফটোতে রয়েছে খালেদা জিয়াসহ তারেক রহমানের পরিবারের ছবি। আর প্রোফাইল ছবিতে ব্যবহৃত হয়েছে তারেক রহমানের মেয়ের ছবি, যা ব্যবহার করে আইডিটি নিজেকে জাইমা রহমান হিসেবে তুলে ধরছে।

এ আইডিটির অনুসারীর সংখ্যা দুই লাখেরও বেশি। এই প্রোফাইলে বিএনপি, তারেক রহমান এবং তাঁদের পরিবারের পক্ষে রাজনৈতিক বিষয়বস্তু নিয়মিতভাবে শেয়ার করা হয়ে থাকে।

তবে ভিডিও যাচাই করে দেখা যাচ্ছে, চলতি বছরের জুন মাসে স্ত্রী ডা. জুবাইদা রহমান বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তারেক রহমান তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। ভিডিওটি সে সময় ধারণ করা।

একই ভিডিও বেসরকারি সম্প্রচারিত চ্যানেল আরটিভি ‘লন্ডন হিথরো বিমানবন্দরে জোবাইদা রহমানকে নিতে এলেন তারেক রহমান’ এই শিরোনামে চলতি বছর ৬ জুন ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপলোড করে।

লিংক: এখানে, এখানে

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে চলতি বছরের ৬ জুন একটি ভিডিও আপলোড করে। ভিডিওতে দেখা যায়, তারেক রহমান স্ত্রী জোবাইদা রহমানকে রিসিভ করেছেন হিথরো বিমানবন্দর থেকে।

লিংক: এখানে

ভিডিওটির ক্যাপশন ছিল, ‘লন্ডন পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সেখানেই পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করবেন তিনি। এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে আসেন জনাব তারেক রহমান।’ তারিখ উল্লেখ ছিল ৬ জুন ২০২৫ (বাংলাদেশ সময়)

এ ছাড়া চলতি বছর ৫ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জোবাইদা রহমান এ রকম শিরোনানে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, লন্ডনে ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করবেন তিনি।

লিংক: এখানে, এখানে, এখানে

তারেক রহমান ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডন থাকছেন। তাঁর মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে এখন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন। এরপর তারেক রহমানের দেশে ফেরার আলোচনা জোর পায়।

তবে এরপর গত শনিবার তারেক রহমান এক ফেসবুক পোস্টে বলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকালই সাংবাদিকদের বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।

তবে তারেক রহমানের লন্ডন থেকে রওনা হওয়ার কোনো তথ্য বিএনপি থেকে আসেনি। সুতরাং যে ভিডিওর ভিত্তিতে এই দাবি করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
  • টি–টোয়েন্টিতে কেমন গেল বাংলাদেশের ২০২৫ সাল
  • আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (০৪ ডিসেম্বর ২০২৫)
  • বিইউপিতে এমডিএস-প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (৩ ডিসেম্বর ২০২৫)
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে ফরম পূরণের সময় বৃদ্ধি
  • খুলনায় সেতুর নির্মাণকাজ চালুর দাবিতে ‘১ ঘণ্টা অচল’ কর্মসূচি বুধবা
  • লন্ডনের হিথরো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো