স্প্যানিশ লা লিগায় ফের জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। বুধবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাতে সান মামেসে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়াল লস ব্লাঙ্কোস। জয়ের নায়ক স্বভাবতই কিলিয়ান এমবাপ্পে। করেছেন দারুণ এক জোড়া গোল।

ম্যাচের শুরুতেই, মাত্র সাত মিনিটে গোলের খাতা খোলেন এমবাপ্পে। সেই গোলের পথে ইংলিশ রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ছিল সরাসরি অবদান। রিয়ালের জার্সিতে এটিই তার প্রথম অ্যাসিস্ট। তবে দুর্ভাগ্য- প্রথমার্ধ শেষ হওয়ার আগেই উরুর চোটে লিম্পিং করে মাঠ ছাড়তে হয় সাবেক লিভারপুল তারকাকে। ৪২ মিনিটে কামাভিঙার গোলের পর রিয়াল যখন ২-০ গোলে এগিয়ে, তখনই আর্নল্ডকে তুলে নিতে বাধ্য হয় দল। বিরতির পর চোটের কারণে আর বেশিক্ষণ থাকতে পারেননি তিনি।

আরো পড়ুন:

বেলিংহামের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল

দাপুটে জয়ে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার প্রত্যাবর্তন

এর কিছুক্ষণের মধ্যেই এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালের জয় নিশ্চিত করে দেন। এটি তার চলতি লা লিগা মৌসুমের ১৬তম গোল।

এর আগে মঙ্গলবার বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছিল। রিয়াল সেই ব্যবধান কমানোর লক্ষ্যেই মাঠে নামে। আর শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাবি আলোনসোর দল।

এমবাপ্পের প্রথম গোলটি ছিল নিখাদ শিল্প। মাঝমাঠের বাইরে থেকে বল নিয়েই বাঁ পায়ের কার্লিং শটে ২০ গজ দূর থেকে জালে জড়ান তিনি। এর আগেই এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র দু’জনই গোলের খুব কাছে গিয়েছিলেন।

বিলবাওও কিছুটা প্রতিরোধ দেখিয়েছে। ৩১ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে বেরেঙ্গারের নেওয়া শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। তার আগে গুরুজেতার শটেও পরীক্ষা দিয়েছিলেন বেলজিয়ান গোলরক্ষক।

অন্যদিকে আক্রমণভাগে রিয়ালের গতি ছিল অবিশ্বাস্য। ভিনিসিয়ুস একবার পোস্টে লাগান, আরেকবার তাকেও দারুণ সেভে ঠেকিয়ে দেন উনাই সিমন। তবে ৪২ মিনিটে আসে রিয়ালের পুনরায় উল্লাসের উপলক্ষ্য। এ সময় ডান দিক থেকে আলেকজান্ডার-আর্নল্ডের তোলা নিখুঁত ক্রসে এমবাপ্পে হেড করে বল বাড়ান গোলমুখে। সেখান থেকে মাথা ছুঁইয়ে গোল করেন কামাভিঙা।

দ্বিতীয়ার্ধে আর্নল্ড আবারও ব্যথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। কিন্তু রিয়ালের গতি এতে থামেনি। ৫৯ মিনিটে দূরপাল্লার এক দারুণ শটে এমবাপে আবারও জাল খুঁজে পান। তাতে রিয়াল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

এরপর আলোনসো রক্ষণশীল সিদ্ধান্ত নিয়ে একে একে তুলে নেন দলের তারকাদের। শেষ ১০ মিনিট থাকতে এমবাপ্পে ও ভিনিসিয়ুস দু’জনকেই বদলি করা হয়। মাঠ ছাড়ার সময় কোচকে আলিঙ্গন করে ধন্যবাদ জানান ভিনিসিয়ুস।

শেষ দিকে বিলবাও গোলের জন্য চাপ তৈরি করলেও কোর্তোয়ার নিরাপদ হাতের সামনে পর্যুদস্ত হয় তারা। ক্লিন শিট রেখেই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর ২০ পয়েন্ট নিয়ে বিলবাও আছে টেবিলের অষ্টম স্থানে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল এমব প প

এছাড়াও পড়ুন:

গুচ্ছ ভর্তিপ্রক্রিয়ায় থাকছে যে ১৯ বিশ্ববিদ্যালয়, এবারও নেই ৫টি

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২৭ মার্চ। জিএসটি গুচ্ছের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ভর্তিতে আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।

এবারও গুচ্ছের বাইরেই থাকছে পাঁচটি বিশ্ববিদ্যালয়। আগের মতোই এ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেবে এসব বিশ্ববিদ্যালয়। বেরিয়ে যাওয়া পাঁচ বিশ্ববিদ্যালয় হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। গুচ্ছ–প্রক্রিয়ায় যুক্ত হওয়া নিয়ে তাদের সঙ্গে ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসির সঙ্গে বৈঠক হলেও তারা রাজি হয়নি। ফলে ১৯ বিশ্ববিদ্যালয় নিয়েই এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় কোনগুলো

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ইউনির্ভাসিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ওই পাঁচ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয়নি। ফলে এবারেও বাইরেই থাকছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় বেরিয়ে যায় পাঁচ বিশ্ববিদ্যালয়।

পাঁচ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সভায় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ভর্তি পরীক্ষার পদ্ধতি ও তারিখ চূড়ান্ত করেছে।

গত বছর গুচ্ছের তালিকায় থাকা ১৯টি বিশ্ববিদ্যালয় নিয়েই এই বছরও গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন কোনো বিশ্ববিদ্যালয় এখনো যুক্ত হয়নি।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা আবেদন শেষে ১৪ দিনের মাথায়২২ নভেম্বর ২০২৫

ভর্তি আবেদনের তারিখ

১০-১২-২০২৫ থেকে ২৪-১২-২০২৫ তারিখ পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি

ইউনিট C (বাণিজ্য): ২৭-০৩-২০২৬ (শুক্রবার)। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ইউনিট B (মানবিক): ০৩-০৪-২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ইউনিট A (বিজ্ঞান): ১০-০৪-২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: ১০/০৪/২০২৬ (শুক্রবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সম্পর্কিত নিবন্ধ