সড়কের গতিরোধকের সামনে থামতেই দোকানিকে গুলি, মুঠোফোন-টাকা ছিনতাই
Published: 4th, December 2025 GMT
নোয়াখালীতে এক দোকানিকে গুলি করে মোটরসাইকেল, মুঠোফোন ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১২টার দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবদ্ধ দোকানির নাম সাদ্দাম হোসেন (২৭)। তিনি একই গ্রামের শাহ আলমের ছেলে। তাঁর স্থানীয় খলিফারহাট বাজারের মুঠোফোনের দোকান রয়েছে। গতকাল রাতে তিনি বাজার থেকে ফিরছিলেন। ওই গ্রামে সড়কের গতিরোধকের সামনে তাঁর মোটরসাইকেলের গতি ধীর করার পরই তাঁকে গুলি করা হয় বলে পরিবারের অভিযোগ।
স্থানীয় সূত্র জানায়, খলিফারহাট বাজার ও বরাইপুর গ্রাম পাশাপাশি। বাড়ি ফেরার পথে গতিরোধকের সামনে গতি কমালে দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। বিপদ বুঝতে পেরে তিনি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টাও করেছিলেন। তবে ততক্ষণে গুলি করে তাঁর মোটরসাইকেল, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।
জানতে চাইলে সাদ্দামের বড় ভাই মো.
জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খলিফারহাট এলাকায় দুটি সন্ত্রাসী দল আছে। দুটি দলই একটি রাজনৈতিক দলের অনুসারী। বিষয়টি তদন্ত করা হচ্ছে। গুলিবিদ্ধ ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আরো পড়ুন:
আমার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ: রেজা কিবরিয়া
টাঙ্গাইল কারাগারে আ. লীগ নেতার মৃত্যু
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দিয়ে এই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
আদেশের আগে চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেয় প্রসিকিউশন। খবর বাসসের।
ঢাকা/এসবি