গোল করেই চলছেন কিলিয়ান এমবাপ্পে। আর এমবাপ্পের গোলে ভর করেই তিন ম্যাচ পর লা লিগায় জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তাদের মাঠে রিয়াল জিতেছে ৩–০ গোলে। জোড়া গোল করেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে। অন্য গোলটি এদুয়ার্দো কামাভিঙ্গার।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর রিয়ালের বিপক্ষে হেরে ১৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে নেমে গেছে বিলবাও।

সান মামেসে ম্যাচের ৭ মিনিটেই গোল করেন এমবাপ্পে। বক্সের অনেক বাইরে বল পেয়ে দুজনকে কাটিয়ে একক প্রচেষ্টায় অসাধারণ গোল করেন ফরাসি তারকা। ৪২ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কামাভিঙ্গা। এই গোলে সরাসরি সহায়তা এমবাপ্পের।

আরও পড়ুনগোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই০১ নভেম্বর ২০২৫

বক্সের কাছাকাছি জায়গায় হেডে এমবাপ্পে বল পাঠান কামাভিঙ্গার কাছে। আরেকটি হেডে লক্ষ্যভেদ করেন এই ফরাসি মিডফিল্ডার। বিরতির পর ৫৯ মিনিটে জয়ের ব্যবধান ৩–০ করেন এমবাপ্পে। বক্সের বাইরে থেকে দারুণ শটে করা তাঁর এই গোলটিও অনেক দিন মনে রাখার মতোই।

এমবাপ্পে ও কামাভিঙ্গার অভিনব উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন এমব প প গ ল কর

এছাড়াও পড়ুন:

তুষির সঙ্গে ছবি, তৌসিফ বললেন ‘সময় হলে বলব’

ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ