তিতুমীর কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
Published: 20th, November 2025 GMT
সরকারি তিতুমীর কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তাসরিফকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ মারধরের ঘটনা ঘটে।
আরো পড়ুন:
হাসপাতালের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭
আটক তাসরিফ তিতুমীর কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের (২০১৯–২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইনকোর্স পরীক্ষা দিতে কলেজে প্রবেশ করলে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পিটিয়ে পুলিশে দেন।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তাসরিফ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তার আচরণ ছিল অত্যন্ত উশৃঙ্খল। বিভিন্ন সময় শিক্ষার্থী ও ছাত্রনেতাদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন তিনি। এ কারণে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঢাকা/হাফছা/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ছ ত রদল আটক
এছাড়াও পড়ুন:
খুলনায় ট্রিপল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার
খুলনার লবণচরা এলাকার দরবেশ মোল্লা গলির একটি বাসার মুরগির খামার থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধারের ঘটনায় তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তাকে লবণচরা এলাকার মোল্লাপাড়া আরজু কালভার্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মো. আজহারুল ইসলামের ছেলে।
আরো পড়ুন:
জজের ছেলে হত্যা: আসামি লিমন মিয়া ফের রিমান্ডে
জবি ছাত্র জোবায়েদ হত্যা মামলায় ২ জনের সাক্ষ্য গ্রহণ
আরো পড়ুন: মুরগির ঘরে মিলল নানি ও নাতি-নাতনির মরদেহ
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গ্রেপ্তারকৃতকে সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি না হওয়ায় আসামিকে কারাগারে পাঠানো হয়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “দরবেশ মোল্লা গলির ট্রিপল মার্ডারটি বর্তমান খুলনা নগরীর একটি আলোচিত ঘটনা। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। গোয়েন্দা তথ্য ও সোর্সের সাহায্যে বুধবার রাতে তরিকুলকে নগরীর লবণচরা মোল্লাপাড়া কালভার্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।”
তিনি বলেন, “ট্রিপল মার্ডারটি স্পর্শকাতর হওয়ায় রাতে তার গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখা হয়। গ্রেপ্তারকৃত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পুলিশকে। যেগুলো তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তথ্যগুলো বিশ্লেষণ করা হচ্ছে।”
গত রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানাধীন দরবেশ মোল্লা গলির একটি বাড়ির মুরগির খামার থেকে নানি মহিদুন্নেছা (৫৫), নাতি মুস্তাকিম (৮) ও নাতনি ফাতিহার (৬) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুই শিশুর বাবা শেফার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ