পথে-ঘাটে হেনস্তার জন্য নারীর পোশাক-লিপস্টিককে দোষারোপ করবেন না:
Published: 27th, November 2025 GMT
ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে নিজের শরীরে সংখ্যা লেখে অভিনব প্রতিবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রীরা। এবার নারীরা রাস্তায় হেনস্তার প্রতিবাদে সরব হলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কেবল তাই নয়, এ পরিস্থিতি কীভাবে সামাল দেবেন, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।
বহু বছর ধরে একটি বিউটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন ঐশ্বরিয়া। এ ব্র্যান্ডের স্ট্যান্ডআপ প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। এ ব্র্যান্ডের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও বার্তায় পথে-ঘাটে নারী হেনস্তার প্রতিবাদের পথ বাতলে দিতে গিয়ে প্রথমে প্রশ্ন ছুড়ে দিয়ে ঐশ্বরিয়া বলেন, “চোখের দিকে তাকানো এড়িয়ে চলবেন?”
আরো পড়ুন:
ধর্মেন্দ্রর সঙ্গে কেন দেখা করতে দেননি মুমতাজকে?
স্বামীকে হারিয়ে হেমা বললেন, আমার ব্যক্তিগত ক্ষতি ভাষায় প্রকাশ করা অসম্ভব
এরপর ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, “না। সরাসরি সমস্যার দিকে তাকান। মাথা উঁচু করে চলুন। নারীত্ব ও নারীবাদ—আমার শরীর, আমার সম্পদ। আপনার মূল্য কখনো কমতে দেবেন না। নিজের মূল্য নিয়ে কোনো আপস নয়। নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। নিজের মূল্যবোধের পাশে দাঁড়ান। আপনার পোশাক বা লিপস্টিককে দোষারোপ করবেন না। পথে-ঘাটে হেনস্তার জন্য আপনি কখনো দায়ী নন।”
ঐশ্বরিয়ার এই বার্তাকে সাধুবাদ জানিয়েছেন অসংখ্য নেটিজেন। অনেকেই জানিয়েছেন, এটি এমন একটি সমস্যা যার মুখোমুখি প্রতিদিন হতে হয়। অথচ খুব কমই খোলামেলা আলোচনা হয়। একজন লিখেছেন, “স্ট্রিট হ্যারাসমেন্ট খুবই বাস্তব। এ নিয়ে যথেষ্ট কথা বলা হয় না। দারুণ লেগেছে।” আরেকজন লেখেন, “এটি তরুণী ও নারীদের জন্য অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বার্তা।” অন্যজন লেখেন, “মেয়েদের জন্য দারুণ অনুপ্রেরণা।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
ব্যক্তিগত জীবনে অভিষেক বচ্চনের সঙ্গে ঘর বেঁধেছেন ঐশ্বরিয়া। এ দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন। গত কয়েক বছর ধরে অভিনয়ে দেখা যাচ্ছে না তাকে।
ঐশ্বরিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পোনিয়িন সেলভান: টু’। ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পায় মনি রত্নম পরিচালিত আলোচিত এই সিনেমা। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয় তামিল ভাষার এই সিনেমা। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল এটি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র জন য
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ ৬টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা
গত ২১ নভেম্বর সারা দেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভুমিপল্লী এলাকায় ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি ভবন পরিদর্শন করেছে রাজউক।
ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অব বাংলাদেশ ও রাজউকের বিশেষজ্ঞ প্রকৌশলীরা সহ একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভবনগুলো পরিদর্শন করেন।
এসময় ভূমিকম্পে হেলে পড়া তিনটি ভবন সহ ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রতিটি ভবনে সাইনবোর্ড টানিয়ে দেন তারা। একই সঙ্গে বাসিন্দাদের সরিয়ে ভবনগুলো দ্রুত খালি করতে বাড়ির মালিকদের নির্দেশ দেন প্রতিনিধি দলের উর্ধতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইআইবি) এর ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ টি এম তানভীরুল হাসান তমাল সাংবাদিকদের বলেন, “ক্ষতিগ্রস্থ তিনটি ভবন আমরা ঘুরে দেখলাম।
প্রতিটি ভবনের ক্ষতিগ্রস্থের ধরণ একই রকম। আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে সয়েল সেটেলমেন্টের জন্য টল্টিং হয়েছে। তবে ভেতরে স্ট্রাকচার কোন ক্র্যাক আমরা দেখিনি। ফাউন্ডেশন অপ্রতুলতার কারণে এটা হয়েছে”।
তিনি আরও বলেন, “আমাদের অভিজ্ঞতায় মনে হয়েছে ভবনগুলো নির্মানের সময় ফাউন্ডেশন, বেজমেন্ট ও পায়লিং দূর্বল থাকায় ভূমিকম্পে হেলে পড়ে ক্ষতিগ্রস্থ ও ভেতরে ফাটল সৃষ্টি হয়েছে। আরও গভীর পায়লিং করা উচিত ছিল। কিন্তু সেটা করা হয় নি।
তাই পায়লিংয়ের নীচের যেসব স্থানগুলো দূর্বল ছুল সেসব স্থান হেলে কাত হয়ে পড়েছে। আমরা ম্যাজারমেন্ট করে রিপোর্ট আকারে রাজউককে জানিয়ে দেবো। রাজউক ও মিনিস্ট্রির পক্ষ থেকে কি ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারে রিপোর্ট দিয়ে রাজউককে আমরা সহযোগিতা করব”।
রাজউক নারায়ণগঞ্জ জোন-৮ এর অথোরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল বলেন, “হাউজিংয়ে পরিদর্শন করে আমরা দেখলাম তিনটি ভবন পাশের তিনটি ভবনের উপর হেলে পড়েছে। অর্থাৎ ছয়টি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই ছয়টি ভবন নিরাপদ নয়। আমরা এই ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি।
পরবর্তীতে বুয়েট সহ সংশ্লিষ্ট কতৃপক্ষ ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা করবেন। যতোক্ষণ পর্যন্ত নিরাপদ বলে বিবেচিত না হবে, আমরা সেইফ রিপোর্ট না পাবো সে পর্যন্ত ভবনগুলো ব্যবহার করা যাবে না”।
তিনি আরও বলেন, “আজকে এসে আমরা দেখতে পাচ্ছি ভবন মালিক ও বসবাসকারিরা অনেকেই ভবনগুলো খালি করছেন। আমাদের দিক নির্দেশনা তারা মেনে চলছেন। বিষয়গুলো আমরা জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রনালয়কে জানিয়েছি।
ভবনগুলো খালি করা হলে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে উর্ধতন কতৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। সে পর্যন্ত ভবনগুলো ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ি ভবনগুলোর বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব”।