লুটপাটের পাহারাদার হিসেবে গড়ে উঠেছে অনেক মিডিয়া: গোলাম পরওয়ার
Published: 28th, November 2025 GMT
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের অনেক মিডিয়া হাউস (গণমাধ্যম) এখন কোনো ব্যক্তি, ব্যবসায়ী বা মালিকের ‘পুঁজি রক্ষা’ অথবা কোনো রাজনীতিকের ‘রাজনৈতিক স্বার্থ রক্ষা’ কিংবা ‘দুর্নীতি-লুটপাটের পাহারাদার’ হিসেবে গড়ে উঠেছে।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা। সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। একটা করপোরেট হাউসের দিকে তাকিয়ে, একজন পুঁজিপতির দিকে তাকিয়ে, রাজনীতির অঙ্গনে বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে পারি না। কালোকে কালো বলতে পারি না। আমরা একটা অন্ধকারের মধ্যে ঘুরপাক খাচ্ছি।’
রাজনৈতিক দল, জনগণ ও গণমাধ্যম—এই তিন শক্তির সমন্বয় একটি জাতিকে এগিয়ে নিতে পারে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে গণমাধ্যমকে তার ঐতিহ্যে ফিরে যেতে হবে। সাংবাদিকেরা যদি ত্যাগ স্বীকার করেন, সত্যকে অটুট রাখেন, তাহলে জাতির সামনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সাংবাদিকদের নিজ নিজ সংগঠনে বিভক্তির প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, সাংবাদিকদের ঐক্য দুর্বল হলে গণমাধ্যমও দুর্বল হয়ে পড়ে। ঐক্য বজায় রাখতে পারলে সাংবাদিক সমাজ জাতিকে ঐক্যের পথে নেতৃত্ব দিতে পারে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুর্দিনে সাংবাদিকদের ঐক্য গড়ে তুলতে হবে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সাংবাদিকদের দুর্দিনে তাদের নিজেদেরকেই ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব।”
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভিন্নমতকে দমনের যে মানসিকতা, সেটা দূর করতে সব রাজনৈতিক দলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন।”
গোলাম পরওয়ার বলেন, “স্বার্থ ত্যাগ করে জাতির কল্যাণে নতুন দেশ বিনির্মাণে জাতীয় ঐক্য নির্মাণ করতে হবে।”
ঢাকা/রায়হান/রফিক