ইইউ অংশীদারদের অগ্রাহ্য করে আবারও মস্কোয় পুতিনের সঙ্গে বসলেন অরবান
Published: 28th, November 2025 GMT
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে বৈঠক আয়োজনের কয়েক দিন আগে শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হলো।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের মধ্যে একমাত্র অরবানকে পুতিনের ঘনিষ্ঠ মনে করা হয়। ইইউ ও ন্যাটোর অবস্থানের বিরুদ্ধে গিয়ে তিনি নিয়মিত রাশিয়ার পক্ষে কথা বলে আসছেন। তাঁর অবস্থান এই দুই জোটের অংশীদারদের অস্বস্তিতে ফেলেছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পুতিনকে বলতে শোনা যায়, ‘ইউক্রেন পরিস্থিতি নিয়ে আপনার (অরবান) ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা আমরা জানি।’
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্ভাব্য বৈঠকের আয়োজনের প্রস্তাব দিয়েছেন অরবান। এ জন্য অরবানকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের সঙ্গে নিজের সাম্প্রতিক আলাপের প্রসঙ্গে টেনে পুতিন বলেন, ‘ট্রাম্প তাৎক্ষণিক বলেছিলেন, হাঙ্গেরির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আপনার সঙ্গে ভিক্টরের সুসম্পর্ক রয়েছে, আমার সঙ্গেও তাই। তাই আমিও এই প্রস্তাব করছি। হ্যাঁ, আমরা আনন্দের সঙ্গে সম্মত হয়েছি।’
বুদাপেস্ট ‘শান্তি সম্মেলনের’ প্রস্তাবটি করা হয়েছিল গত মাসে। কিন্তু একপর্যায়ে তা স্থগিত হয়ে যায়। জানা গেছে, পুতিন নিজেদের দাবি নিয়ে কোনো আপস করতে রাজি না হওয়ায় শীর্ষ সম্মেলনটি স্থগিত করা হয়েছিল।
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্প প্রশাসনের ২৮ দফা প্রস্তাবকে শক্তভাবে সমর্থন করছেন অরবান। অরবানের সরকার ও অরবানপন্থী সংবাদমাধ্যমের অভিযোগ, যুদ্ধবাজ ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চাইছেন না।
প্রায় চার বছর আগে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। শুরু থেকে অরবান বলে আসছেন, তিনি যুদ্ধ চান না, তিনি শান্তির পক্ষে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ত ব ইউক র ন অরব ন
এছাড়াও পড়ুন:
যশোর জেলা আইনজীবী সমিতি সভাপতি সাবু, সম্পাদক গফুর
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল বিশাল জয় পেয়েছে।
এই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তার প্রাপ্ত ভোট ৩৩৭।
সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জামায়াতে ইসলামী-সমর্থিত অ্যাডভোকেট আব্দুল লতিফ পেয়েছেন ১৭১টি ভোট।
সাধারণ সম্পাদক পদে এম এ গফুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আবু মোর্ত্তজা ছোট, যিনি ১৫৪টি ভোট পেয়েছেন। এই পদে আরেক প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২টি ভোট।
সহ-সভাপতি পদে ৩৫৭ ভোটে অ্যাডভোকেট গোলাম মোস্তফা এবং ২৪৯ ভোট পেয়ে বাসু দেব বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে ৩৪৯ ভোট পেয়ে জয় পেয়েছেন অ্যাডভোকেট নূর আলম পান্নু।
সহকারী সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে অ্যাডভোকেট সেলিম রেজা, ২৯৪ ভোট পেয়ে অ্যাডভোকেট রিনা আখতার মিলি জয়ী হয়েছেন।
গ্রন্থাগার সম্পাদক পদে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কামরুল হাসান সোহেল।
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য পদে জয়ীরা হলেন: অ্যাডভোকেট রেহেনা পারভীন (প্রাপ্ত ভোট ৩৫৫), মুন্সি মোঃ মঞ্জুরুল মাহমুদ লিটু (প্রাপ্ত ভোট ৩১৮), মওলুদা পারভীন (প্রাপ্ত ভোট৩১৮), আজাহারুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৬০), শফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৫৯)।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী বলেন, “শুক্রবার সকাল ১০টা থেকে বিকােল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। মোট ৫৩৬ জন ভোটারের মধ্যে ৫২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়। গণনা শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হলো।