Prothomalo:
2025-12-06@11:27:21 GMT

পুড়েছে মেল গিবসনের বাড়িও

Published: 11th, January 2025 GMT

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের ব্যাপক প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনে। অনেক সাধারণ মানুষের মতো তারকাদের বাড়ি পুড়েছে, বাতিল হয়েছে শুটিং, ছবির প্রিমিয়ার। ধীরে ধীরে আরও ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে আসতে শুরু করেছে।

গত বুধবার রাতে অস্কার, এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ; কিন্তু তাঁদের বাড়ি রক্ষা পায়নি। তিনি উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবার তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি তহবিলে ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি টাকা অনুদানের ঘোষণা দিলেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এ ঘোষণা দেন ৬৬ বছর বয়সী অভিনেত্রী।

জেমি লি কার্টিস ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আগুন এখনো জ্বলছে, উদ্ধারকারী দল, ফায়ার ফাইটারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো কঠোর পরিশ্রম করছে। প্রতিবেশীরা ও বন্ধুরা একে অপরকে বাঁচানোর জন্য একসঙ্গে লড়াই করছে। এমন পরিস্থিতিতে আমি, আমার স্বামী ও সন্তানেরা মিলে আমাদের পরিবারের ফাউন্ডেশন থেকে এক মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছি।’

সেলেনা গোমেজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম থেকে ক্রাইস্টচার্চ, মায়ার্স থেকে গ্রেভস চমকে দিতে পারেন অনায়েসে

টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি যেকোনো ব্যাটসম্যানের জন্যই আরাধ্য। আর সেই ডাবল সেঞ্চুরি যদি হয় ম্যাচের চতুর্থ ইনিংসে। দলের নিশ্চিত পরাজয় আটকে দিয়ে? তাহলে কেমন হয়!

চট্টগ্রাম থেকে ক্রাইস্টচার্চ। মায়ার্স থেকে গ্রেভস। ক্যারিবীয়ান স্রোতে মিশে যাওয়া দুটি প্রাণ মিলে গেল অন্যরকম এক রোমাঞ্চে। যেখানে তারা ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের অক্ষয় কালিতে লিখেছেন নিজেদের নাম।

মায়ার্সের ঘটনা ২০২১ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে। নিজের অভিষেকে ২১০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন অবিশ্বাস্য ব্যাটিংয়ে। এশিয়াতে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরির একমাত্র ঘটনা এখন পর্যন্ত ওই একটিই। শনিবার ক্রাইস্টচার্চে মায়ার্সকে মনে করালেন জাস্টিন গ্রেভস।

নিউ জিল্যান্ডের দেওয়া ৫৩১ রানের অসম্ভব লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ তাড়া করে জিততে পারেনি। পরাজয় তাদের ডাকছিল। কিন্তু ওই ডাক থামিয়ে দেন জাস্টিন গ্রেভস। ডানহাতি ব্যাটসম্যানের অসাধারণ ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তোলার রেকর্ড। সর্বোচ্চ রান ইংল্যান্ডের, ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫৪ রান করেছিল ইংল্যান্ড। তবে সেটা ছিল টাইমলেস টেস্ট।

এবার পাঁচ দিনের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ নিউ জিল্যান্ডকে কড়া জবাব দিয়েছে। ৫৬৪ মিনিট ক্রিজে কাটিয়ে ৩৮৮ বল মোকাবেলা করে ২০২ রান করেন গ্রেভস। উইকেটের চারিপাশে মেরেছেন ১৯ চার। সপ্তম উইকেটে গ্রেভস ও রোচের অবিচ্ছিন্ন ১৮০ রানের জুটি গড়েন। তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়।  রোচ ৭২ বল টানা ডট খেলেন। বাকিটা সময় গ্রেভস কাটিয়ে দেন। এছাড়া রোচ ২৩৩ বল খেলে করেছেন ৬০ রান।

রোচ-গ্রেভসের জুটির আগে পঞ্চম উইকেটে হাল ধরেছিলেন শেই হোপ ও গ্রেভস। দুজন ১৯৬ রান যোগ করেন। হোপ সেঞ্চুরি ২ ছক্কা ও ১৫ রানে ১৪০ রান করে বিদায় নিলে গ্রেভসের ওপর সব দাায়িত্ব চলে আসে। সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি তুরে গ্রেভস চমকে দেন সবাইকে।

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে গ্রেভস বলেছেন, ‘‘কোচ ফ্লয়েড রেইফারের সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছিল। তিনি বলেছিলেন, একবার মাঠে নামার পর টিকে থাকো; এটা ভালো পিচ। রাচিন ও ল্যাথাম দ্বিতীয় ইনিংসে আমাদের দেখিয়েছে। তাই মাঠে নেমে নিজেদের খেলাটা খেলাই ছিল আমাদের জন্য মূল বিষয়।”

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ