Prothomalo:
2025-12-05@13:28:41 GMT

পুড়েছে মেল গিবসনের বাড়িও

Published: 11th, January 2025 GMT

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের ব্যাপক প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনে। অনেক সাধারণ মানুষের মতো তারকাদের বাড়ি পুড়েছে, বাতিল হয়েছে শুটিং, ছবির প্রিমিয়ার। ধীরে ধীরে আরও ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে আসতে শুরু করেছে।

গত বুধবার রাতে অস্কার, এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ; কিন্তু তাঁদের বাড়ি রক্ষা পায়নি। তিনি উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবার তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি তহবিলে ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি টাকা অনুদানের ঘোষণা দিলেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এ ঘোষণা দেন ৬৬ বছর বয়সী অভিনেত্রী।

জেমি লি কার্টিস ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আগুন এখনো জ্বলছে, উদ্ধারকারী দল, ফায়ার ফাইটারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো কঠোর পরিশ্রম করছে। প্রতিবেশীরা ও বন্ধুরা একে অপরকে বাঁচানোর জন্য একসঙ্গে লড়াই করছে। এমন পরিস্থিতিতে আমি, আমার স্বামী ও সন্তানেরা মিলে আমাদের পরিবারের ফাউন্ডেশন থেকে এক মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছি।’

সেলেনা গোমেজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশপন্থি সবাই নিরপেক্ষ নির্বাচন চায়: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদেরে (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, “নির্বাচন নির্ধারিত সময়েই হবে। বাংলাদেশপন্থি সবাই নিরপেক্ষ নির্বাচন চায়।” 

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীতি এমপি পদপ্রার্থী শিশির মনিরের আয়োজনে যুব গণসমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ডাকসুর ভিপি বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ, গণহত্যার বিচারসহ নিরপেক্ষ নির্বাচনের দাবি ছিল। তাই, নির্ধারিত সময়ে একটি ফ্রি ফেয়ার নির্বাচন করতে হবে। গত তিন মেয়াদে বিতর্কিত নির্বাচনে দেশের মানুষরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। মানুষ চায়, একটি সুষ্ঠু নির্বাচন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন, এমনটাই প্রত্যাশা।

এ সময় তিনি খালেদা জিয়া সম্পর্কে বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন ফ্যাসিবাদী ব্যবস্থা ও আধিপত্যবাদের বিরুদ্ধ লড়াই করেছেন। তার সুস্থতার জন্য দেশের মানুষ দোয়া করছে। আমরা আশা করছি, তিনি দ্রুতই আরোগ্য লাভ করবেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন—শিশির মিনির, ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা ও শাহীনুর রহমানসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ঢাকা/মনোয়ার/রফিক

সম্পর্কিত নিবন্ধ