যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের ব্যাপক প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনে। অনেক সাধারণ মানুষের মতো তারকাদের বাড়ি পুড়েছে, বাতিল হয়েছে শুটিং, ছবির প্রিমিয়ার। ধীরে ধীরে আরও ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে আসতে শুরু করেছে।
গত বুধবার রাতে অস্কার, এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ; কিন্তু তাঁদের বাড়ি রক্ষা পায়নি। তিনি উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবার তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি তহবিলে ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি টাকা অনুদানের ঘোষণা দিলেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এ ঘোষণা দেন ৬৬ বছর বয়সী অভিনেত্রী।
জেমি লি কার্টিস ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আগুন এখনো জ্বলছে, উদ্ধারকারী দল, ফায়ার ফাইটারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো কঠোর পরিশ্রম করছে। প্রতিবেশীরা ও বন্ধুরা একে অপরকে বাঁচানোর জন্য একসঙ্গে লড়াই করছে। এমন পরিস্থিতিতে আমি, আমার স্বামী ও সন্তানেরা মিলে আমাদের পরিবারের ফাউন্ডেশন থেকে এক মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছি।’
সেলেনা গোমেজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মানব পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি, আটক ২
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মানব পাচারকালে দুইজনকে আটক করেছে বিজিবি। এসময় সাত ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটেলিয়ানের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আরো পড়ুন:
পাঁচ মাস পর ভারতে ফিরে গেলেন সোনালি
গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
এর আগে, সোমবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন মুন্ডার ডেইল ঘাট এলাকায় অভিযান চালায় বিজিবি।
আটকরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে মো. আলম (১৯) ও টেকনাফের পুরাতন পুরান পল্লান পাড়ার আবু তাহেরের ছেলে ইসমাঈল (২৮)।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে বিজিবির একটি দল মেরিন ড্রাইভের কাটাবুনিয়া জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। এসময় স্থানীয় জেলেদের সহায়তায় সন্দেহজনক একটি ট্রলার ঘিরে ফেললে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে শিশু পার্কসংলগ্ন স্থানে ট্রলারটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ছয় পুরুষ ও এক নারীসহ সাতজনকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, অভিযানের সময় ট্রলারে থাকা এক যুবককে এবং পরে টেকনাফ পৌরসভা এলাকার পুরানপল্লানপাড়া থেকে মানবপাচারকারী চক্রের আরেক সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, অল্প টাকায় বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের প্রতারণার ফাঁদে ফেলে পাচারকারী চক্র। আটক দুই পাচারকারী ও উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/মাসুদ