চীন সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে। চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে চায়না স্কলারশিপ কাউন্সিল (সিএসসি) ২০২৫-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যয়নের সুযোগ পাবেন। বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

চীনের প্রায় ১ হাজার ১০০-এর অধিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামের আওতায় বিভিন্ন কোর্স অফার করে থাকে। এর মধ্যে প্রকৌশল, কৃষি, মেডিকেল ও স্বাস্থ্যবিজ্ঞান, বিজনেস, ম্যানেজমেন্টসহ অনেক বিষয়ে পড়ানো হয়।

ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তফসিলের পর আবেদন করলেও ভোটার হতে পারবেন তারেক রহমান

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তফসিল ঘোষণার পর নির্ধারিত নিয়ম মেনে আবেদন করলে যে কেউ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ইসি সচিব বলেন, আমার জানা অনুযায়ী, তারেক রহমান এখনো ভোটার নন। তবে, কমিশন চাইলে তফসিলের পর আবেদন সাপেক্ষে তাকে ভোটার বানানো সম্ভব।

তারেক রহমানের মতো অন্যরাও কি তফসিলের পর ভোটার হতে পারবেন, এ প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, কেবল তারেক রহমানই নন, আবেদন করলে যে কেউই হতে পারেন। এ বিষয়ে কমিশনের নিজস্ব বিধানও আছে।

আখতার আহমেদ আরো জানান, তফসিল ঘোষণার পর কমিশন চাইলে আবেদন বিবেচনা করে প্রার্থী হওয়ার সুযোগও দিতে পারে।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ