চীন সরকারের বৃত্তি, ১১০০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
Published: 11th, January 2025 GMT
চীন সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে। চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে চায়না স্কলারশিপ কাউন্সিল (সিএসসি) ২০২৫-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যয়নের সুযোগ পাবেন। বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
চীনের প্রায় ১ হাজার ১০০-এর অধিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামের আওতায় বিভিন্ন কোর্স অফার করে থাকে। এর মধ্যে প্রকৌশল, কৃষি, মেডিকেল ও স্বাস্থ্যবিজ্ঞান, বিজনেস, ম্যানেজমেন্টসহ অনেক বিষয়ে পড়ানো হয়।
ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
না’গঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের ৩য় দিনের কর্মবিরতি
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা ৩য় দিনও কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সদর উপজেলার জালকুড়িস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি পারভীন আক্তার’র নেতৃত্বে ৩য় দিনের মত এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে অংশ নেন সদর উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা।
তারা অভিযোগ করেন, “২৬ বছর ধরে আমাদের নিয়োগবিধি নেই। এ কারণে পদোন্নতি, কাজের স্বীকৃতি ও পেশাগত সাফল্য আমরা পেতে পারছি না। আমাদের দাবি মানা না হলে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেবা সপ্তাহ বর্জন করার ডাক দেন নেতৃবৃন্দরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, “নিয়োগবিধি বাস্তবায়ন না হলে কর্মসূচি চলমান থাকবে এবং সকল ধরনের সরকারি সেবা কার্যক্রমে অংশগ্রহণ তারা স্থগিত রাখতে বাধ্য হবেন।”
৩য় দিনের কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. আবু বকর সিদ্দিক, সেক্রেটারি মো. ইউসুফ আলী, জয়েন্ট সেক্রেটারি হাবিবা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক সাহিম মাহবুব।
এছাড়া উপস্থিত ছিলেন মোসা. সাবিকুন্নাহার, সায়েরা আক্তার, কাজি নুরুল ফেরদৌসী, জাকিয়া সুলতানা, মঞ্জু আরা চৌধুরী, পারভিন সুলতানা, পূরবী ধর, মুক্তা আক্তার, মো. মোখলেছুর রহমান, মো. মাহফুজ উদ্দিন, মো. মহিদুল ইসলাম সজীব প্রমুখ।