নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২১ বছর নির্ধারণের সুপারিশ
Published: 15th, January 2025 GMT
নির্বাচনে প্রার্থিতার বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছর নির্ধারণের সুপারিশ করেছে সংস্কার কমিশন। বুধবার সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন দিয়েছে
তাতে এ সুপারিশের কথা বলা হয়েছে।
এছাড়া সংখ্যাগরিষ্ঠতার জোরে কাটছাঁট রোধে সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।
সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন দিয়েছে তাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করে বলা হয়েছে, সংবিধানের যেকোনো সংশোধনীর প্রস্তাব উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হলে তা গণভোটের জন্য উপস্থাপন করা হবে। গণভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় তথা ৫০ শতাংশের বেশি ভোট পেলে সংশোধনী প্রস্তাব পাস হবে।
অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন সুপারিশ করেছে, আইনসভার নিম্নকক্ষের নাম হবে জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ হবে সিনেট। জাতীয় সংসদের আসন হবে ৪০০। এর মধ্যে ১০০ জন নারীদের জন্য সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হবেন। বাকি ৩০০ জন বিদ্যমান পদ্ধতিতে নির্বাচিত হবেন। তবে রাজনৈতিক দলগুলোর ১০ শতাংশ প্রার্থী হতে হবে তরুণ। নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ট দলই সরকার গঠন করবে। সরকার গঠনের উচ্চকক্ষের সদস্য সংখ্যা প্রভাব ফেলবে না।
রাজনৈতিক দল প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে ১০০ জন নির্বাচিত হবেন। পাঁচজন মনোনীত হবেন রাষ্ট্রপতির মাধ্যমে। উভয় কক্ষের মেয়াদ হবে চার বছর। একজন ব্যক্তি জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। উভয় কক্ষে ডেপুটি স্পিকারের একটি পদ বিরোধী দল পাবে। নির্বাচনে প্রার্থিতার বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছর নির্ধারণের সুপারিশ করেছে কমিশন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স প র শ কর
এছাড়াও পড়ুন:
ঘরের ভেতর ষাঁড়-ঘোড়াকে ঢুকিয়ে দিল পোষা কুকুর
অস্ট্রেলিয়ার আইনসভার এক সদস্য বাড়িতে ফিরে একেবারে হতবাক। তাঁর পোষা কুকুর বাড়ির বসার ঘরে পোষা ষাঁড় ও ঘোড়াকে ঢুকিয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইনের রাজনীতিবিদ অ্যান্ড্রু ম্যাককে তাঁর পোষা প্রাণীর ক্যামেরায় ধারণ করা সেই ‘অপরাধের প্রমাণ’ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা গেছে, ম্যাককের দুটি পোষা কুকুর বাড়ির বসার ঘর থেকে বেরিয়ে উঠানে যাচ্ছে। তাদের মধ্যে ‘থান্ডার’ নামের একটি কুকুর কাচের দরজা আলতো করে খুলে দেয়।
এরপর ‘সু’ নামের একটি পোষা ষাঁড় সাবধানে ডারউইনের সেই বাড়ির ভেতরে ঢোকে। ষাঁড়কে অনুসরণ করে ‘ক্রিকেট’ নামের একটি পোষা ঘোড়াও বসার ঘরে ঢুকে পড়ে। ঘোড়াটি সোফার কাছে গিয়ে কিছু একটা শুঁকে দেখে।
ঘটনার সময় ম্যাককে ও তাঁর বাগ্দত্তা বাইরে খেতে গিয়েছিলেন। আইনসভার সদস্য তাঁর পোষা প্রাণীর ক্যামেরা চেক করার সময় ‘একটি গরুর মাথা ফ্রেমে ঢুকতে’ দেখে দ্রুত বাড়ি ফিরে আসেন।
ম্যাককে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা রাতের খাবার খেতে বের হওয়ার ১০ মিনিট পর কুকুরগুলো কাচের দরজা খুলে নিজেরাই বাইরে বেরিয়ে যায়।’
এর কিছুক্ষণ পরই ষাঁড়টি দরজায় ঘাড় চুলকাতে গেলে দরজাটি পুরোপুরি খুলে যায়। এরপর ষাঁড় ও ঘোড়াটি বাড়ির বসার ঘরে ঢুকে যায়।
ম্যাককে বলেন, পরের দেড় ঘণ্টা ধরে তারা পালা করে ভেতরে খেলছিল, আর ক্যাবিনেট থেকে জিনিসপত্র ফেলে দিচ্ছিল।
ঘোড়াটি মুরগিদের জন্য রাখা সবজির একটি বাটি খুঁজে পায়। সে বাটির জিনিসপত্র ঘরের চারদিকে ছড়িয়ে দিয়েছে।
ম্যাককে আরও বলেন, ‘মাছের ট্যাংক থেকে তারা পানি খেয়েছে। আগে ট্যাংকে কয়টা মাছ ছিল, জানি না। তবে ধরে নিচ্ছি, সব মাছই বেঁচে আছে।’
ম্যাককে হাসতে হাসতে আরও যোগ করেন, ষাঁড় আর ঘোড়া মিলে ট্যাংক থেকে বেশ কিছুটা পানি কমিয়ে দিয়েছে।