ফতুল্লায় দুই গার্মেন্টস কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর
Published: 19th, January 2025 GMT
তুচ্ছ ঘটনার জেরে নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁ এলাকায় মাদার কলার ও আরএস গার্মেন্টস নামে দুইটি পোশাক কারখানার শ্রমিক দের মধ্যে।সংঘর্ষ হয়েছে।এসময় কারখানা দুটিতে ব্যাপক ভাঙচুর করা হয়।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানা দুটিতে হামলা চালায়। এসময় ইট পাটকেল নিক্ষেপ করে মাদার কলার গার্মেন্টস কারখানার জানালার কাজ সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে ধাওয়া দিলে শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, শনিবার (১৮ জানুয়ারী) সকালে মাদার কালার কারখানায় রিপন নামে এক শ্রমিক চারদিন অনুপস্থিত থাকার কারণে কারখানার সুপারভাইজার মিজান তার সাথে দূর্ব্যবহার করেন। এতে ক্ষুবব্ধ হয়ে রিপন তাকে মারধর করলে দুজনের মধ্য হাতাহাতি হয়।
বিকেলে বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ মিজান ও রিপনকে ডেকে নিয়ে তাদের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। তবে মালিকপক্ষ শ্রমিক রিপনকে মারধর করে আটকে রেখেছে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে মাদার কালার কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এলে এ নিয়ে তাদের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। অধিকাংশ শ্রমিক কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। দুপুরে তাদের আহবানে সাড়া দিয়ে মাদার কালার কারখানার সব শ্রমিক বিক্ষোভে অংশ নেয়।
তবে পাশের আর এস গার্মেন্টস কারখানার শ্রমিকরা তাদের আহবানে সাড়া না দিয়ে প্রতিরোধ করলে দুই কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে দুই কারখায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করা হয়।
এসময় আতংক সৃষ্টি হলে আশেপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা গার্মেন্টস কারখানা দুটির আশপাশে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিহ-৪ এর পুলিশ সুপার মো:আসাদুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থতি স্বাভাবিক ও আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ র ম ন টস স ঘর ষ
এছাড়াও পড়ুন:
তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “তারুণ্যের ভাবনায় কেমন বাংলাদেশ চাই” শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) রয়েল রিসোর্টে উৎসবমুখর পরিবেশে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ উন্নয়ন ও মানবতার সেবায় নিবেদিত প্রতিষ্ঠান রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন।
প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তাদের চিন্তা, উদ্যম ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ। তরুণদের দায়িত্ব শুধু স্বপ্ন দেখা নয়, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহসের সঙ্গে এগিয়ে আসা।
সভাপতির বক্তব্যে মো. আতাউর রহমান বলেন, “তরুণ প্রজন্মের চিন্তা ও দায়িত্ববোধের মাধ্যমেই গড়ে উঠতে পারে আলোকিত বাংলাদেশ। ঐতিহ্যের মাটিতে দাঁড়িয়ে তারা যদি সততা, মানবতা ও উন্নয়নের দৃষ্টিতে কাজ করে, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।”
অনুষ্ঠানে উপস্থিত তরুণরা দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের শপথ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে সমাজ উন্নয়ন ও জাতি গঠনের কাজে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও তরুণদের মুক্ত মতবিনিময়। এতে আশা ও প্রেরণার আলো ছড়িয়ে দেয় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এই অনন্য আয়োজন।